স্পোর্টস ডেস্ক: খুলনা বিভাগকে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে সুন্দর সূচনা করেছে রাজশাহী বিভাগ। আলোক-স্বল্পতার কারণে সিলেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ১৬ বল বাকি থাকতেই বন্ধ হয়ে যায় ম্যাচ। ১৬ বলে রাজশাহীর প্রয়োজন ছিল ১৯ রান, হাতে ছিল ৭ উইকেট। পরে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১ রানের জয় পায় রাজশাহী।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে খুলনা। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে ফেরেন এনামুল হক বিজয়। আরেক ওপেনার অমিত মজুমদার খেলেছেন ২৮ বলে ২৭ রানের ইনিংস। -ডেইলি ক্রিকেট
তবে সবাইকে ছাপিয়ে আলো কেড়ে নেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হক তামিম। ৩১ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়াও নুরুল হাসান সোহানের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৩৭ রান। ১৫ বলে অপরাজিত ৩৫ রানের ক্যামিও খেলেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
রাজশাহীর হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন ফরহাদ রেজা। রান তাড়ায় শুরুটা ভালো করে রাজশাহী। ওপেনিংয়ে নেমে খুলনার বোলারদের ওপর তান্ডব চালান হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেন। প্রথম উইকেট জুটিতে ৮৯ রান যোগ করেন তারা। তাতেই জয়ের ভিত পেয়ে যায় রাজশাহী।
৩৮ বলে ৮ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৬ রানের ইনিংস খেলেন সোহান। ২৩ বলে ২৮ রান করেন সাব্বির। ২১ বলে ২৬ রান করেছেন এসএম মেহরব হাসান। ২২ বলে ৩০ রানে অপরাজিত থেকে রাজশাহীর জয় নিয়ে মাঠ ছাড়েন প্রিতম কুমার।
আপনার মতামত লিখুন :