শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪২ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

রাতে ক্রিকেটের পৃথক ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: ফুটবল নয়, ল্যাটিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা এবার ক্রিকেট লড়াইয়ে নামছে। বুধবার (১১ ডিসেম্বর) রাতে পৃথক ম্যাচে খেলবে তারা। 

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব চলছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে। এই টুর্নামেন্টেরই নিজ নিজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় শুরু হবে ম্যাচ।

ব্রাজিলের প্রতিপক্ষ বারমুডা, আর্জেন্টিনার প্রতিপক্ষ সুরিনাম। আর্জেন্টিনার এটি চতুর্থ ও ব্রাজিলের পঞ্চম ম্যাচ।
টুর্নামেন্টে অবশ্য এখনো পর্যন্ত ব্রাজিলের চেয়ে এগিয়ে আর্জেন্টিনা। ৪ ম্যাচে তাদের জয় ২ টি, পয়েন্ট ৫। পয়েন্ট টেবিলে অবস্থান তিন নম্বরে। তিন ম্যাচ খেলে ব্রাজিল জয় পেয়েছে ১ ম্যাচে। তাদের অবস্থান ৭ নম্বরে।

ফুটবলের চির প্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হবে ক্রিকেটেও। বাছাই পর্বের শেষ ম্যাচে মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা।
আর্জেন্টিনা স্কোয়াড : অগাস্টো মোস্তফা, ব্রুনো অ্যাঞ্জেলেটি, লুকাস রসি, ম্যানুয়েল ইতুর্বে, পেড্রো ব্যারন (অধিনায়ক), অগাস্টিন রিভেরো, অ্যালান কির্শবাউম, গুইডো অ্যাঞ্জেলেটি, আলেজান্দ্রো ফার্গুসন (উইকেটরক্ষক), সান্তিয়াগো ইতুর্বে (উইকেটরক্ষক), অগাস্টিন হোসেন, হার্নান ফেনেল, সান্তিয়াগো ডুগান, টমাস রসি।

ব্রাজিল স্কোয়াড : গ্রেগর কেইসলি (অধিনায়ক), মোহাম্মদ সেলিম, ভিক্টর পাউবেল, উইলিয়াম ম্যাক্সিমো, কাওসার খান, লুইস ফেলিপে পিনহেইরো, লুইজ মুলার, মিশেল আসুনকাও, ইয়াসার হারুন, ক্রিস্টিয়ান মাচাডো (উইকেটরক্ষক), লুকাস ম্যাক্সিমো (উইকেটরক্ষক), গ্যাব্রিয়েল অলিভেরা, আইউরি সিমাও, লুইজ হেনরিক মোরাইস, রিচার্ড অ্যাভেরি, সিফাত উল্লাহ বখতানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়