শিরোনাম
◈ সুস্পষ্ট লঘুচাপ সাগরে, নতুন বার্তা শীত নিয়ে  ◈ বিমানবন্দরে আটক চঞ্চল চৌধুরী : নতুন গুজব এবার ভারতীয় সংবাদমাধ্যমে ◈ হঠাৎই কাজ করছে না মেটা, বিশ্বজুড়ে আচমকা থমকে গেল ফেসবুক ◈ এডিবি দুই খাতে দেবে ৭ হাজার কোটি টাকা  ◈ বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি ◈ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে আমরা আপসহীন: মোনায়েম মুন্না ◈ ঢাকা থেকে ফিরে দিল্লিকে যা জানালেন বিক্রম মিশ্রি ◈ বঙ্গভবনের সংবর্ধনায় খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ ◈ সার্ভিস চুক্তিতে স্পষ্ট  উল্লেখ থাকলে হাসপাতালের যন্ত্রপাতি এবং মেশিনারি অকার্যকর পড়ে থাকবে না: ড. ওমর ইশরাক  ◈ ‘অবৈধ বাংলাদেশি’ ধরতে বিশেষ অভিযান শুরু ভারতে

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪, ১১:৩১ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসবল খেলোয়াড়ের সঙ্গে ৬ হাজার ৪৯৩ কোটি টাকায় চুক্তি করলো  আমেরিকার নিউ ইয়র্ক মেটস 

 স্পোর্টস ডেস্ক: এক অবাক করা চুক্তি সারলো আমেরিকার একটি বেসবল দল। যা আমেরিকার ক্রীড়াঙ্গনের ইতিহাসে বিরল। দেশটির বেসবল দল নিউ ইয়র্ক মেটস খেলোয়াড় জুয়ান সোটোর সঙ্গে ১৫ বছরের চুক্তি করেছে। চুক্তির অঙ্ক ৭৬৫ মিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার ৪৯৩ কোটি টাকা।

আগামী ১৫ বছর মেজর লিগ বেসবলে নিউ ইয়র্ক মেটসের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ২৬ বছরের সোটো। এর আগে খেলাধুলার ইতিহাসে সবচেয়ে দামি চুক্তির মালিক ছিলেন শোহেই ওতানি। তার সঙ্গে ১০ বছরের জন্য ৭০০ মিলিয়ন ডলার বা ৫ হাজার ৭৯৪ কোটি টাকার চুক্তি করেছিল মেজর লিগ বেসবলের অন্যতম দল লস অ্যাঞ্জেলস ডজার্স। 

সোটোর চুক্তি আর্থিক অঙ্কে তাকেও ছাপিয়ে গেল। কয়েকটি শর্ত পূরণ করতে পারলে সোটোর চুক্তির আর্থিক অঙ্ক ছুঁতে পারে ৮০৫ মিলিয়ন ডলার বা ৬৮৩১ কোটি টাকায়। 

শর্ত অনুযায়ী সোটো ২০২৯ সালের পর চুক্তি ভেঙে দিতে পারবেন। এখন বছরে ৫১ মিলিয়ন ডলার বা প্রায় ৪৩৩ কোটি টাকা পাবেন তিনি। পাঁচ বছর পর তার বার্ষিক বেতন হওয়ার কথা ৫৫ মিলিয়ন ডলার বা প্রায় ৪৬৬ কোটি টাকা। নিউ ইয়র্ক মেটস সেই বেতন দিতে না চাইলে চুক্তি ভেঙে বেরিয়ে যেতে পারবেন বেসবল খেলোয়াড়। বেতন ছাড়াও আরও কিছু অর্থ পাবেন সোটো। বোনাস হিসাবে তাঁর পাওয়ার কথা ৭৫ মিলিয়ন ডলার বা প্রায় ৬৩৬ কোটি টাকা।

প্রথমে সোটোকে ১৬ বছরের জন্য চুক্তি করার প্রস্তাব দিয়েছিলেন নিউ ইয়র্ক মেটস কর্তৃপক্ষ। তাকে ৭৬০ মিলিয়ন ডলার বা ৬ হাজার ৪৪৯ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। বছরে গড়ে ৪৭.৫ মিলিয়ন ডলার বা প্রায় ৪০৩ কোটি টাকা বেতনের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু চাহিদা বুঝে নিজের বেতন খানিকটা বাড়িয়ে নিয়েছেন সোটো। চুক্তির মেয়াদও কমিয়েছেন এক বছর। ২০১৮ সালে ওয়াশিংটন ন্যাশনালসের হয়ে মেজর লিগ বেসবলে অভিষেক হয়েছিল তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়