শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪, ১১:২৮ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ডকে অভিনন্দন জানিয়ে ট্রলের শিকার আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের নারীদের হোয়াইটওয়াশ করেছে। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচেই নিগার সুলতানা জ্যোতির দলের কাছে হারা আইরিশরা ২০ ওভারের ফরম্যাটে দারুণভাবে প্রত্যাবর্তন করেছে। এমন জয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন আইসিসির নতুন প্রেসিডেন্ট জয় শাহ। আর তাতেই বাংলাদেশি সমর্থকদের ট্রলের শিকার হচ্ছেন তিনি। 

সোমবার (৯ ডিসেম্বর) আইরিশ মেয়েদের ঐতিহাসিক শিরোপা উৎসব নিয়ে করা আইসিসির একটি ফটোকার্ড শেয়ার করে ফেসবুকে জয়  লিখেছেন, সিলেটে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতায় আয়ারল্যান্ড নারী দলকে অভিনন্দন। ওয়ানডে সিরিজ বাংলাদেশ জেতার পর তাদেরকেই ৩-০ ব্যবধানে হারিয়েছে আইরিশরা। ডেইলি ক্রিকেট

পোস্ট দেওয়ার পর থেকেই বাংলাদেশি সমর্থকদের রোষানলে পড়েছেন জয়। কেউ কেউ আইসিসি প্রেসিডেন্টকে মনে করিয়ে দিয়েছেন, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেটির কথা যেন বেমালুম ভুলে গেছেন জয় শাহ। ভারতকে শুভকামনা জানিয়ে দেওয়া পোস্টের পর থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নিয়ে আর একট বাক্য ও ব্যয় করেননি তিনি।

কেউ কেউ বলছেন, বাংলাদেশের কাছে নিজ দেশ ভারতের যুবাদের হার হয়তো হজম করতে পারছেন না আইসিসি চেয়ারম্যান। কেউ জানতে চাইছেন, ব্রো, ক্যাপশন কি নিজেই লিখেছেন? কেউ আবার বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের ছবি কমেন্টবক্সে পোস্ট করে জয় শাহকে মনে করিয়ে দিয়েছেন।  

কয়েকজন আবার একদিনে ভারতের তিন পরাজয়ের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। গত রোববার অস্ট্রেলিয়ার কাছে ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দল, অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে ভারতীয় নারী দল এবং অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হারে ভারতের যুবারা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়