নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজে চলছে ওয়ানডে সিরিজ। এই সিরিজ শেষে বাংলাদেশের বিরুদ্ধে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সফরে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে সুযোগ পেলেন ২১ বছর বয়সী ডানহাতি পেসার রিপন মন্ডল। গত বছর এশিয়ান গেমসে এই সংস্করণে তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে বাংলাদেশের মূল জাতীয় দলে এবারই প্রথম ডাক মিলল তার।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত স্কোয়াডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। এখনও চোট থেকে সেরে না ওঠায় নেই নিয়মিত দলনেতা নাজমুল হোসেন শান্ত। বিভিন্ন কারণে গত অক্টোবরে ভারত সফরে টাইগারদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে আনা হয়েছে মোট ছয়টি পরিবর্তন।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল।
চোটের কারণে নেই: নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়।
অবসরে গেছেন: মাহমুদউল্লাহ রিয়াদ।
বাদ পড়েছেন: শরিফুল ইসলাম, রাকিবুল হাসান।
ছুটি নিয়েছেন: মোস্তাফিজুর রহমান।
দলে ঢুকেছেন: সৌম্য সরকার, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।