শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৪, ১১:৩০ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লঙ্কা টি-টেন ক্রিকেট খেলবেন বাংলাদেশের রনি তালুকদার

স্পোর্টস ডেস্ক: লঙ্কা টি-টেন ক্রিকেটে কলম্বো জাগুয়ার্সের হয়ে খেলবেন রনি তালুকদার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ডানহাতি এ ব্যাটার নিজেই।

ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল গল মারভেলস। এরপর ড্রাফট থেকে সৌম্য সরকারকে দলে নিয়েছে হাম্বানটোটা বাংলা টাইগার্স।

আগামী ১১ ডিসেম্বর শুরু হবে ১০ ওভারের এই লঙ্কান টুর্নামেন্টের এবারের আসর। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে লঙ্কা টি-টেনের প্রথম আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আয়োজকরা।

টুর্নামেন্ট মাঠে গড়ানোর প্রথম দিনই মাঠে নামতে চলেছে সৌম্যর দল হাম্বানটোটা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাফনা টাইটান্স। গল মারভেলস এদিন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ক্যান্ডি বোল্টসের বিপক্ষে। পরের দিনই মুখোমুখি হতে দেখা যাবে সৌম্য ও সাকিবের দলকে।

এ ছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১৬ ডিসেম্বর আবারও মুখোমুখি হতে দেখা যাবে বাংলা টাইগার্স ও গল মারভেলসকে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে থাকায় খেলতে পারবেন না সৌম্য।
টুর্নামেন্টের দুটি কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। পরের দিন ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়