শিরোনাম
◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৪, ১১:০৩ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ম্যাচের সর্বনিন্ম টিকিট ৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সূচিতে আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট যোগ করার চাওয়া ছিল অনেক আগে থেকেই। ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগ টি-টোয়েন্টি দিয়ে আক্ষেপ ঘুচতে যাচ্ছে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের। টুর্নামেন্ট শুরুর আগে নানারকম আয়োজনে সবার নজর কেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

খেলা দেখার ক্ষেত্রেও ভিন্নতার ছোঁয়া মিলছে এবারের টুর্নামেন্টে। জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচগুলো সরাসরি দেখা যায় বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তবে ২০ ওভারের টুর্নামেন্টের খেলা দেখা যাবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস টেলিভিশন টি- স্পোর্টসে। এ ছাড়া ভারতের জনপ্রিয় অ্যাপ ফ্যানকোডেও খেলা দেখতে পারবেন বাংলাদেশের বাইরের দর্শকরা। 

মাঠে বসে খেলা দেখার ব্যবস্থাও থাকছে পুরোদমে। জাতীয় লিগ টি-টোয়েন্টির খেলা দেখতে টিকিট ক্রয় করতে হবে সমর্থকদের। তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করছে বিসিবি। যেখানে গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখতে ৩০০ টাকা খরচ করতে হবে ক্রিকেটপ্রেমীদের। ১০০ টাকায় ক্লাব হাউজে এবং মাত্র ৫০ টাকায় গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন তারা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেটের টিকিট বুথে পাওয়া যাবে ম্যাচের টিকিট। জাতীয় লিগের ৮ দলকে নিয়ে আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্টটির। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই মাঠে খেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ২০ ওভারের টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো। 

জাতীয় লিগ টি-টোয়েন্টি শুরুর আগে দারুণ এক আয়োজনের মাধ্যমে ঢাকার পাঁচ তারকা হোটেলে প্রকাশ করেছে হয়েছে লোগো। চলতি সপ্তাহে মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আট দলের অধিনায়ক এবং বিসিবি কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রফিও উন্মোচন করা হয়েছে। একই রঙের জার্সি পড়ে পাজল গেমেও অংশ নিয়েছিলেন অধিনায়করা।

সিলেটে টুর্নামেন্টে হলেও ঢাকায় ট্রফি উন্মোচন, ফটোসেশন সেরেছেন তারা। ভালো মানের টি-টোয়েন্টি ক্রিকেটার খুঁজে বের করার পাশাপাশি বিপিএলের প্রস্তুতিতেও বড় ভূমিকা রাখবে জাতীয় লিগ টি-টোয়েন্টি। কারণ আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের এবারের আসর। ফলে নিজেদের ভালোভাবেই প্রস্তুত করে নিতে পারবেন ক্রিকেটাররা। পাশাপাশি দল না পাওয়া অনেকে পারফর্ম করে নজর কাড়তে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়