শিরোনাম
◈ কেন ব্যর্থ হলো নরেন্দ্র মোদির ‘সবার আগে প্রতিবেশী’ নীতি  ◈ জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজার, ইফতার শেষ ঢাকা ফিরবেন ◈ সংকটে থাকা দুই ব্যাংককে টাকা ছাপিয়ে আরও ২,৫০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ◈ ‘জান্নাতে কোনো ধর্ষক নেই, আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না’ ◈ তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া দফতরের ◈ ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা ◈ বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে: গুতেরেস ◈ ফের ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার, ভিত্তিহীন এসব খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ◈ জুমার দিনে যে পাঁচ ভুল কোনোভাবেই কাম্য নয় ◈ ৩ সংবাদমাধ্যমসহ জেমকন গ্রুপের ৩৬ প্রতিষ্ঠানের শেয়ার জব্দ

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৮ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টি ক্রিকেটে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতিবেদক: শেষ ওভারে জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল ১৫ রান। স্বর্ণা আক্তারের প্রথম বলে ডাবল নিতে গিয়ে রান আউট আর্লেন কেলি। তবে স্ট্রাইকপ্রান্তে থাকা লরা ডিলানি আইরিশদের বিপদে পড়তে দেননি। স্বর্ণার পরের চার বল থেকে ১৪ রান তুলে জয় নিশ্চিত করেন তিনি। আর তাতেই নিশ্চিত হয় আয়ারল্যান্ডের কাছে টাইগ্রেসদের হোয়াইটওয়াশ। ওয়ানডে সিরিজে নিগার সুলতানা জ্যোতির দলের কাছে ধবলধোলাই হওয়ার প্রতিশোধ দারুণভাবে নিল আয়ারল্যান্ড। - ডেইলি ক্রিকেট

সিলেটে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেন দুই টাইগ্রেস ওপেনার মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি।

১২ বলে ১২ রান করে মুর্শিদা ফিরলেও বাংলাদেশকে বিপদে পড়তে দেননি শারমিন আক্তার সুপ্তা ও সোবহানা। দুজনের জুটিতে ওঠে ৫৮ বলে ৭১ রান। সুপ্তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ৩৪ রান। ৪৩ বলে ৪৫ রান করে ফেরেন সোবহানা। এরপরের ব্যাটাররা কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

আয়ারল্যান্ডের হয়ে ৪টি উইকেট শিকার করেছেন ওরলা পিন্ডারগাস্ট। দুটি উইকেট নিয়েছেন অ্যামি ম্যাগুয়ার।
রান তাড়ায় আয়ারল্যান্ডকে ভালো শুরু এনে দেন অ্যামি হান্টার ও গ্যাবি লুইস। তাদের দুজনের ৫৫ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় সফরকারীরা। ২৪ বলে ২৮ রান করেছেন হান্টার। লুইসের ব্যাট থেকে এসেছে সমান বলে ২১ রান। পরে বাকি কাজটুকু সারেন ডিলানি। ৩১ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। ২২ বলে ১৯ রান করেছেন রেবেকা স্টোকেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়