শিরোনাম
◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান 

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ১১:০৬ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বৈরিতার জের, ক্রিকেটে ভারতীয়দের একদিনে তিন হার

স্পোর্টস ডেস্ক: চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মালদ্বীপের সঙ্গে ভালো সম্পর্ক নেই ভারতের। ভারতের সঙ্গে কারো রাজনৈতিক আবার কারো সঙ্গে ভৌগলিক বৈরিতা রয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে তোলপার চলছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপড়েন নিয়ে। ভারতের এই সমস্যাগুলোর প্রভাব যেনো তাদের খেলায়ও পড়েছে।

ক্রিকেটে বিশ্বে মোড়ল তকমা পাওয়া ভারতের দিন দিন একচ্ছত্র আধিপত্য বেড়েই চলছে। যদিও মাঠের ক্রিকেটে ভারতের আধিপত্য সব সময় থাকে না। যেমনটা ৮ ডিসেম্বর রোববার ছিল না। সুপার সানডেতে একে একে তিনটি ম্যাচ হেরেছে ভারতের তিনটি ক্রিকেট দল। 

ভারতীয় জাতীয় দলকে টেস্ট ক্রিকেটে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া জাতীয় দল। অস্ট্রেলিয়া নারী দলের কাছে ১২২ রানের লজ্জার পরাজয় বরণ করে ভারতীয় নারী দল। সবশেষ ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে যুব এশিয়া কাপের ফাইনালে ৫৯ রানে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি ভালো কিছু উপহার দিতে পারেননি। ৪৯.১ ওভারে ১৯৮ রান করে অলআউট হয়ে যায় যুবা টাইগাররা।

জবাবে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে কোণঠাসা হয়ে যায় ভারতও। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট হলো ভারতীয় যুব ক্রিকেট দল এবং সে সঙ্গে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা।

এর আগে অ্যাডিলেইড টেস্টে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে সিরিজে সমতায় ফিরে অজিরা। এই পরাজয়ে শীর্ষস্থান থেকে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ভারত।

ভারতের দেয়া মাত্র ১৯ রানের লক্ষ্য তাড়া করতে অস্ট্রেলিয়ার ওপেনার নাখান ম্যাকসুইনি ও উসমান খাজা কোনো সমস্যাই অনুভব করেননি। ২০ বলেই জয় তুলে নেয় অজিরা। ভারতীয় ক্রিকেট ইতিহাসে টেস্টে এত কম রান তাড়া করে কখনো জেতেনি কোনো দল।

একই দিন ব্রিসবেনে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া নারী দল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও সফরকারী ভারতকে হারায় অজি মেয়েরা। ম্যাচে এলিস পেরির সেঞ্চুরিতে (১০৫ রান) নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩৭১ রান করে অস্ট্রেলিয়া। ৩৭২ রানের পাহাড় সময় লক্ষ্যে খেলতে নেমে ৪৪.৫ ওভারে ২৪৯ রানেই গুটিয়ে যায় ভারতের নারীরা। শেষ পর্যন্ত ১২২ রানের বড় জয়ে ২-০তে এগিয়ে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়