শিরোনাম
◈ জামায়াত এখনই নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন? ◈ আসিফ-নাহিদরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি ◈ ঢাকার সড়কে চালু হচ্ছে গোলাপি রংয়ের ২,৬১০টি বাস ◈ চৌকিতে আমু ফ্লোরে ঘুমান সালমান, খাবার অনেক সময় গন্ধ হয়ে যায়: যেমন কাটছে সাবেক মন্ত্রী-এমপিদের কারাজীবন ◈ মণিপুরে রক্ত ঝরাচ্ছে মোদির দল, ফাঁস কল রেকর্ড ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর অভিযোগে শিক্ষার্থী গ্রেফতার ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক ◈ ইউরোপিয়ান ফুটবলে জানুয়ারির মধ্যবর্তী দলবদল শেষ, দামী খেলোয়াড় খাভিছা ◈ পেলে, ম্যারাডোনা ও মেসির সঙ্গে আমার তুলনা চলে না, আমিই সর্বকালের সেরা: রোনালদো ◈ সুমাইয়াকে হয়রানি ও হত্যার হুমকি, কড়া পদক্ষেপ নিচ্ছে বাফুফে

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০১:২৬ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত, হারলো ১০ উইকেটে

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার পেসারদের তোপে আগের দিনই ৫ উইকেট হারিয়ে চাপে ছিল ভারত। তৃতীয় দিন সকালে প্যাট কামিন্সের তা-ব এক সেশনেই ম্যাচ শেষ করল স্বাগতিকরা। ১০ উইকেটে ম্যাচ জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া।

রোববার অ্যাডিলেইডে তৃতীয় দিন দুপুরে ভারতের ইনিংসের স্থায়িত্ব ছিল ১২ ওভার ৫ বল। কামিন্স-স্টার্কদের পেস তোপে ইনিংস হারের শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত নিতিশ কুমার রেড্ডির ব্যাটে তা এড়ায় সফরকারীরা। ৪৭ রানে শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট হয় ১৭৫ রানে। ১৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০ বলে ম্যাচ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। - অলআউট স্পোর্টস

দুই ইনিংস মিলিয়ে তিন অজি পেসার স্টার্ক, কামিন্স ও স্কট বোল্যান্ড প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নেন। তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৪১ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ট্র্যাভিস হেড।

বলের হিসেবে টেস্টে অস্ট্রেলিয়া-ভারতের মুখোমুখি লড়াইয়ে এই ম্যাচে সবচেয়ে কম বল খেলা হয়েছে। তৃতীয় দিনের প্রথম সেশনে শেষ হওয়া দিবা-রাত্রির এই ম্যাচে মোট খেলা হয়েছে ১ হাজার ৩১ বলের। গত বছর দু’দলের মধ্যকার ইন্দোর টেস্টে ১ হাজার ১৩৫ বলের খেলা হয়েছিল।

৬ উইকেটে ১২৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারত প্রথম ওভারে হারায় রিশাভ পান্তের উইকেট। স্টার্কের বলে ২৮ রান করা এই ব্যাটার স্লিপে থাকা স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দেন। এরপর নিতিশকে আর কোনো ব্যাটার সঙ্গ দিতে পারেননি। একে একে টেইলএন্ডারদের উইকেট তুলে নেন কামিন্স। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করা নিতিশকে ফিরিয়ে ক্যারিয়ারের ১৩তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নেন কামিন্স।

মোহাম্মদ সিরাজকে ফিরিয়ে রোহিত শর্মার দলকে গুটিয়ে দেন বোল্যান্ড। ডানহাতি এই পেসারের ইনিংসে শিকার ৩ উইকেট। রান তাড়ায় কোনো বিপদ ছাড়াই দলকে ম্যাচ জেতান ন্যাথান ম্যাকসুয়েনি ও উসমান খাজা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতকে প্রথম ইনিংসে গুঁড়িয়ে দেন স্টার্ক। বাঁহাতি এই পেসারের ক্যারিয়ার সেরা ৪৮ রানে ৬ উইকেট শিকারে সফরকারীদের ১৮০ রানে গুটিয়ে দেয় অজিরা।

জবাবে হেডের বিধ্বংসী সেঞ্চুরি ও মারনাস লাবুশেনের ৬৪ রানের সুবাদে ৩৩৭ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে লিড পায় ১৫৭ রানের। আগামী শনিবার ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে দু’দল। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়