এল আর বাদল : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর বাংলাদেশ ক্রিকেটে দেখলো দুটি বড় জয়। একটি সিনিয়র ক্রিকেটে টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ, দ্বিতীয়টি রোববার (৮ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপ ক্রিকেটে ভারতকে হারিয়ে শিরোপা অক্ষুণœ রাখা। ভারতের পরাজয়ে বেশি উচ্ছ্বসিত বাংলাদেশ। হিন্দু জঙ্গীদের দ্বারা আক্রান্ত বাংলাদেশ মোক্ষম সময়ে ক্রিকেট মাঠে ভারতীয় দলকে চরম শিক্ষা দিলো। সাবাশ আজিজুল হাকিম সাবাশ বাংলাদেশ।
এই জয়ে রোববার দিনটি দারুণ উদযাপন করলো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। এই জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন যুব এশিয়া কাপের ফাইনালে পুঁজি মাত্র ১৯৮। এই রান নিয়ে ভারতের মতো প্রতিপক্ষের সাথে লড়াই করে শিরোপা ধরে রাখতে পারবে কি বাংলাদেশ? এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মাথায় তখনই বাংলাদেশি বোলাররা দেখালেন কারিশমা।
জুনিয়র টাইগারদের বোলিং তোপে ল-ভ- ভারতীয় শিবির। টানা দুই শিরোপা আসলো বাংলাদেশের ঘরে। মাঝেতো দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিও সৃষ্টি হয়। যে উত্তেজনা থামালেন আম্পায়ার। বাংলাদেশের ১৯৮ রানের জবাবে ১৩৯ রানে গুটিয়ে গেছে ভারত। বাংলাদেশ পেলো ৫৯ রানের জয়।
লক্ষ্য তাড়ায় নামা ভারতকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশের বোলাররা। ওপেনার আইয়ুশ মাত্রেকে ১ রানে ফেরান টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করা আল ফাহাদ। প্রতিপক্ষের অন্যতম তারকা ব্যাটার বৈভব সুর্যবংশীকে ৯ রানেই আঁটকে দিলেন বাঁহাতি পেসার মারুফ মৃধা।
মাঝে অধিনায়ক আন্দ্রে সিদ্ধার্থ ও কেপি কার্থিকেয়া কিছুটা চেষ্টা করেও সফল হননি। উইকেট শিকারে যগ দেন ইকবাল হোসেন ইমন। আর তাতে ৭৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ভারত।
সেখান থেকে আর জয়ের পথে ফিরতে পারেনি দলটি। ইমন, ফাহাদ, মারুফ মৃধাদের তোপে হতাশা সঙ্গী করেই মাঠ ছাড়তে হয়েছে ভারতকে। টানা দুই শিরোপা ঘরে তোলার আনন্দে মাতলো জুনিয়র টাইগাররা।
তবে উদযাপন ছাপিয়ে মাঠে উত্তেজনা ছড়ানোও যেনো নিয়মিত ব্যাপার ভারত-বাংলাদেশ ম্যাচে। আজও যেমন বদলায়নি সে দৃশ্য।
এর আগে টস হেরে ব্যাট করা বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারেনি। ভারতীয় বোলারদের তোপে আসেনি একটি ফিফটিও। মিডল অর্ডারে রিজান হোসেনের ৪৭ ও শিহাব জেমসের ৪০ রান। শেষদিকে ৩৯ রান করে দলকে এনে দেয় ২০০ ছুঁইছুঁই পুঁজি। আর জয়ের জন্য এ রানকেই যথেষ্ট বানিয়ে দেয় বোলাররা।
আপনার মতামত লিখুন :