শিরোনাম
◈ প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এলো ২১ দিনেই   ◈ ‌‘আ.লীগের যত অপরাধ, ১শ বছরেও বিচার শেষ হবে না’ ◈ পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার ◈ পরীমনির বিরুদ্ধে মামলা করলেন সেই গৃহকর্মী ◈ ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল ◈ আপিল বিভাগের জ্যেষ্ঠ তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি চায় বিএনপি ◈ উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল ◈ আপনাদের যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, সরকারি কর্মকর্তাদের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ পোপ ফ্রান্সিস যখন বাংলাদেশ সফরে এসেছিলেন ◈ টে‌স্টের তৃতীয় দিন- জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১১২ রানে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৩০ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন হয়ে ৬ কোটি ৬০ লাখ টাকা পেলো রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের দল রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগের  ফাইনাল খেলা নিয়েই সংশয় ছিলো। দলের সেরা ব্যাটার সৌম্য সরকারকে যেভাবেই হোক ফাইনালে চেয়েছিল রংপুর। সব বাধা পেরিয়ে, শঙ্কা কাটিয়ে মাঠে নেমে ব্যাট হাতে তা-ব চালিয়ে তিনি দেখালেন, কেন দলটার তাকে ভীষণ প্রয়োজন ছিল। 

তার তা-বীয় ইনিংসে রংপুরকে এনে দিলেন বিশাল স্কোর। আসর জুড়ে ভালো ছন্দে থাকা বোলাররা মাঝে কিছুটা চাপে পড়লেও সুনিপুন দক্ষতায় তা ডিফেন্ড করলেন। আর তাতে ভর করে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরের শিরোপা ঘরে তোলে নুরুল হাসান সোহানের দল।

শনিবার (৭ ডিসেম্বর) গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভিক্টোরিয়ার বিপক্ষে রংপুরের জয় ৫৬ রানের। টসে জিতে আগে ব্যাটিং করা রংপুর সৌম্য ও আরেক ওপেনার স্টিভেন টেলরের ফিফটিতে দাঁড় করায় ৩ উইকেটে ১৭৮ রানের স্কোর। সৌম্য ৫৪ বলে ৮৬ রান করেন, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৭টি চারের মার। টেলর করেন ৪৮ রান। তার ইনিংসে ছিল ৪ ছক্কা ও সমান চার। ২০ ওভারে অস্ট্রেলিয়ার দলটি করতে পারে মোটে ১২২।

এই চ্যাম্পিয়নশিপ জয়ের ফলে রংপুর রাইডার্স পেয়েছে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার। চ্যাম্পিয়ন হিসেবে তারা ৫ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা)। আর লিগ পর্বের ম্যাচ জয়ের জন্য পেয়েছে ৫০ হাজার ডলার (প্রায় ৬০ লাখ টাকা)। সব মিলিয়ে গ্লোবাল সুপার লিগ থেকে রংপুর রাইডার্সের আয় হয়েছে প্রায় ৬.৬ কোটি টাকা।

এদিকে টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ফাইনালের ম্যাচ সেরা এবং টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন সৌম্য সরকার। ভিক্টোরিয়ার বিপক্ষে রংপুরের ইনিংসে সৌম্য খেলেন ৫৪ বলের ঝকঝকে ইনিংস। তার ৮৬ রানের ইনিংসে ছিল ৮টি চার ও ৫টি ছক্কার ঝড়। সৌম্যর এই দুর্দান্ত ইনিংসের ওপর ভর করেই রংপুর ৩ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। জবাবে ভিক্টোরিয়া মাত্র ১২২ রানে গুটিয়ে গেলে ৫৬ রানের জয় নিশ্চিত হয় রংপুরের।

সৌম্য সরকার এবারের জিএসএলে ছিলেন অপ্রতিরোধ্য। ৫ ইনিংসে ৪৭ গড়ে সর্বোচ্চ ১৮৮ রান সংগ্রহ করেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ১৪২.৪২। দুইটি হাফ সেঞ্চুরির পাশাপাশি পুরো টুর্নামেন্টে ১৭টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পাকিস্তানের শান মাসুদ (১৫৯ রান) এবং তৃতীয় সর্বোচ্চ রংপুরের স্টিভেন টেলর (১৫৪ রান)।

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে এই শিরোপা রংপুর রাইডার্সের জন্য বিশেষ অর্জন। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়