শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৫ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়েলিংটন টেস্ট: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চালকের আসনে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক নিউজিল্যান্ডের পক্ষে প্রায় অসম্ভব ইংল্যান্ডের রান পাহাড় টপকানো। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটে-বলে রীতিমতো দাপট দেখিয়েছে সফরকারী ইংল্যান্ড। বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট ও হ্যারি ব্রুকের ফিফটিতে দিনশেষে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩ রানে। এতেই চালকের আসনে ইংলিশরা। এর আগে দিনের শুরুতে হ্যাটট্রিক করে চমক দেখান ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। বেসিন রিজার্ভ স্টেডিয়ামে এটিই প্রথম টেস্ট হ্যাটট্রিক।

আগের দিনের ৫ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরু করে স্বাগতিক নিউজিল্যান্ড। মাত্র ১০ ওভারের মধ্যে তারা ১২৫ রানে অলআউট হয়ে যায় তারা। ব্রাইডন কার্স প্রথমে টম ব্লান্ডেলকে আউট করেন, এরপর পরের ওভারে উইলিয়াম ও’রুর্কিকে এলবিডব্লিউ করেন। গ্লেন ফিলিপস ও নাথান স্মিথ কিছু রান যোগ করলেও, অ্যাটকিনসনের হ্যাটট্রিকে ইনিংস দ্রুত শেষ হয়ে যায়। দুই ইংলিশ বোলার অ্যাটকিনসন ও কার্স উভয়ই পান ৪টি করে উইকেট।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস শুরু করে ১৫৫ রানের লিড নিয়ে। জ্যাক ক্রলি দ্রুত আউট হলেও বেথেল-ডাকেট নিউজিল্যান্ডের বোলারদের ভোগাতে থাকেন। নার্ভাস নাইন্টিনে সাজঘরে ফেরেন দুজনেই। ডাকেটের ৯২ রানের সাথে বেথেলের ব্যাটে আসে ৯৬ রানের ইনিংস।

দিনের শেষ ভাগে জো রুট ও হ্যারি ব্রুক (৫৫) আরও একবার নিউজিল্যান্ডের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ান। রুট ৭৩ রানে অপরাজিত থাকেন, তার ৩৬তম টেস্ট শতক তুলে নেওয়ার সম্ভাবনা রেখে। ব্রুকও গতিতে রান করেন, যা ইংল্যান্ডের লিড আরও বাড়িয়ে দেয়। দিন শেষে ৫ উইকেটে ৩৭৮ রান করে সফরকারীরা। রুটের সঙ্গে ৩৫ রানে ক্রিজে অপরাজিত আছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়