শিরোনাম
◈ ‘বিএনপি কর্মীদের’ হামলায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ৩ সাংবাদিক আহত ◈ পাঁচদিনের ব্যবধানে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, বৃহস্পতিবার থেকে কার্যকর ◈ আমরা কী করলাম সেটি ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে: প্রধান উপদেষ্টা ◈ আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ◈ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ বাধ্যতামূলক অবসরের বিধান বাতিলের সুপারিশ ◈ উত্তাল ধানমন্ডি ৩২, ব্যাপক ভাঙচুরের পর বাড়িতে আগুন (ভিডিও) ◈ ধানমন্ডিতে বাসায় কাজের বুয়ার পরিচয়ে চাকরি নিয়ে দুর্ধর্ষ চুরি ◈ রোজায় নয়, গ্রীষ্মে লোডশেডিং হতে পারে : বিদ্যুৎ উপদেষ্টা ◈ পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে : তারেক রহমান 

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩০ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হেডের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার চাপ সামলাতে ভারতের নাভিশ্বাস

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্র্যাভিস হেড জ্বলে উঠে দুর্দান্ত এক শতক হাঁকিয়ে দলকে এনে দিলেন বড় লিড। এরপর বল হাতে আগুন ঝরালেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ডরা। ১২৮ রান তুলতে ৫ উইকেট হারিয়ে চাপে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে রোহিত শর্মার দল। সফরকারীরা এখনও পিছিয়ে আছে ২৯ রানে।
শনিবার অ্যাডিলেইডে হেডের ১৪০ রানের বিধ্বংসী ইনিংসে প্রথম ইনিংসে ৩৩৭ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ভারতকে শুরু থেকেই চাপের মধ্যে রাখে স্বাগতিক পেসাররা। - অলআউট স্পোর্টস

চতুর্থ ওভারে লোকেশ রাহুলকে (৭) ফিরিয়ে ১২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন কামিন্স। দ্বিতীয় উইকেটে যশস্বী জয়সোয়াল ও শুবমান গিল চাপ সামাল দেওয়ার চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বোলিংয়ে এসে প্রথম বলেই জয়সোয়ালকে (২৪) কট বিহাইন্ড করে ৩০ রানের জুটিটি ভাঙেন বোল্যান্ড।

এ ইনিংসেও বেশিক্ষণ টিকতে পারেননি বিরাট কোহলি। বোল্যান্ডের দ্বিতীয় শিকার হয়ে ১১ রান করে সাজঘরে ফেরেন এই তারকা ব্যাটার। ৬৬ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে এসেই পাল্টা আক্রমণ শুরু করেন রিশাভ পান্ত। তবে অপর প্রান্তে গিলের (২৮) স্টাম্প ভেঙে ভারতের চাপ আরও বাড়িয়ে দেন মিচেল স্টার্ক।

বাঁহাতি এই পেসারের পরের বলেই সাজঘরে ফিরতেন রোহিতও। কিন্তু নো বল হওয়ায় সে যাত্রায় আম্পায়ার আউট দিলেও বেঁচে যান ভারত অধিনায়ক। কিন্তু যতক্ষণ ক্রিজে ছিলেন একদমই স্বাচ্ছন্দ মনে হয়নি তাকে। কামিন্সের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে তিনি ফেরেন ব্যাক্তিগত ৬ রানে।

২৮ রান নিয়ে পান্ত এবং ১৫ রান নিয়ে নিতিশ কুমার রেড্ডি তৃতীয় দিনের খেলা শুরু করবেন। এর আগে ১ উইকেটে ৮৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়া শুরুতেই চাপে পড়ে। যশপ্রীত বুমরাহর পেস তোপে দিনের চতুর্থ ওভারে হারায় হারায় ন্যাথান ম্যাকসুইনির (৩৯) উইকেট। এরপর ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা স্টিভেন স্মিথের (২) উইকেটও তুলে নেন বুমরাহ।

এরপর ক্রিজে এসেই আক্রমণ শুরু করেন হেড। অপরপ্রান্তে টেস্ট মেজাজে ব্যাট করতে থাকা মারনাস লাবুশেন তুলে নেন ক্যারিয়ারের ২১তম ফিফটি। ৬৪ রান করে ডানহাতি এই ব্যাটার ফিরলে ভাঙে চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটিটি। মিচেল মার্শও ৯ রানের বেশি করতে পারেননি।

তবে সঙ্গীরা বিদায় নিলেও নিজের স্বভাবসুলভ ব্যাটিং করতে থাকেন হেড। ভারতীয় পেসারদের তোপ সামলে ১১১ বলে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। শেষ পর্যন্ত বাঁহাতি এই ব্যাটারের ১৪১ বলে ১৭ চার ও ৪ ছক্কার ইনিংসটি থামান মোহাম্মদ সিরাজ। শেষ দিকের ব্যাটাররা খুব একটা প্রতিরোধ গড়তে না পারায় চা বিরতির পর শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়