নিজস্ব প্রতিবেদক: হকির যুবারা বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে। হকির ইতিহাসে যুবারাই প্রথম যুব হকি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে। তাদের সম্মানে (অনূর্ধ্ব-২১) জাতীয় হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। শুক্রবার (৬ ডিসেম্বর) এ সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
গত বৃহস্পতিবার যুব বিশ্বকাপ ও যুব এশিয়াকাপে পঞ্চম হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-২১ দল। এরপর হকি ফেডারেশনের পক্ষ থেকে ৫ লাখ পুরস্কার প্রদান করা হয়। দেশে ফেরার একদিন পরেই ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ঘোষণা দেয় ক্রীড়া মন্ত্রণালয়। উল্লেখ্য, এর আগে সাফ অনূর্ধ্ব-২০ নারী দলকে ১ কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছিলো ক্রীড়া মন্ত্রণালয়।
আপনার মতামত লিখুন :