শিরোনাম
◈ ‘বিএনপি কর্মীদের’ হামলায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ৩ সাংবাদিক আহত ◈ পাঁচদিনের ব্যবধানে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, বৃহস্পতিবার থেকে কার্যকর ◈ আমরা কী করলাম সেটি ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে: প্রধান উপদেষ্টা ◈ আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ◈ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ বাধ্যতামূলক অবসরের বিধান বাতিলের সুপারিশ ◈ উত্তাল ধানমন্ডি ৩২, ব্যাপক ভাঙচুরের পর বাড়িতে আগুন (ভিডিও) ◈ ধানমন্ডিতে বাসায় কাজের বুয়ার পরিচয়ে চাকরি নিয়ে দুর্ধর্ষ চুরি ◈ রোজায় নয়, গ্রীষ্মে লোডশেডিং হতে পারে : বিদ্যুৎ উপদেষ্টা ◈ পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে : তারেক রহমান 

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০২:১৮ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পৃথক ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা ক্রিকেটের লড়াইয়ে মাঠে নামছে

স্পোর্টস ডেস্ক: শিরোনাম দেখলে মনে হতে পারে ফুটবলে বিশ্বের দুই পরাশক্তি ভিন্ন ম্যাচে মাঠে নামছে। কিন্তু আলাদা ম্যাচ হলেও আর্জেন্টিনা ও ব্রাজিল এবার ক্রিকেটের লড়াই মাঠে নামছে।  ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্ব মাঠে গড়াতে যাচ্ছে। শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। যেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলসহ মোট ৯টি দল অংশগ্রহণ করবে। 

এই বাছাইপর্বে শীর্ষ তিনটি দল পরবর্তী রাউন্ডে উন্নীত হবে। প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ হবে বারমুডা। একই দিনে ব্রাজিলও নিজেদের প্রথম ম্যাচে বাহামাসের বিরুদ্ধে মাঠে নামবে।

বিশেষ করে, ১৬ ডিসেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, যেখানে আর্জেন্টিনার মাঠে, বুয়েন্স আয়ার্সের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে রাত সাড়ে ১১টায় খেলা হবে।  এটি প্রথমবার নয় যে, দক্ষিণ আমেরিকার এই দুই দেশ ক্রিকেটে মুখোমুখি হচ্ছে।

২০১৯ সালে সাউথ আমেরিকান ম্যানস চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ২৯ রানে হারিয়েছিল আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ বাছাই পর্বে ফের এই দুই দলের দ্বৈরথ ক্রিকেটপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করবে।

উল্লেখ্য, ব্রাজিল ও আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেললেও, এই খেলাটি সেখানে তেমন জনপ্রিয়তা লাভ করেনি। তবে ২০১৮ সালে আইসিসি তাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা দেয়, যার ফলে এই দুই দেশও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মঞ্চে নিজেদের জায়গা পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়