স্পোর্টস ডেস্ক: এতোদিন গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের করা ৩৪৪ রান ছিলেঅ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। গত দেড় মাস ধরেই ছিলো স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। তবে চলমান সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তা ভেঙে দিলো ক্রুনাল পান্ডিয়ার দল বারোদা। প্রতিপক্ষ সিকিমকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলো বারোদার ব্যাটাররা।
৫ উইকেটে বারোদার করা ৩৪৯ রানের জবাবে সিকিম করতে পেরেছে ৭ উইকেটে ৮৬ রান। হারের ব্যবধান ২৬৩ রানের। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ড। - ডেইলি ক্রিকেট
আগে ব্যাট করে ৩৪৯ রান করার পথে বারোদার হয়ে তিন নম্বরে নামা ভানু পানিয়া ৬১ বলে ৫ চারের সাথে ১৫ ছক্কায় অপরাজিত ১৩৪ রানের ইনিংস খেলেন।
এ ছাড়া ১৬ বলে সমান ৪ টি করে চার, ছক্কায় ওপেনার শাশোয়াত রাওয়াত করেছেন ৪৩ রান। আরেক ওপেনার অভিমন্যুসিং রাজপুতের ব্যাটে ৪ চার ও ৫ ছক্কায় ১৭ বলে ৫৩ রান। মিডল অর্ডারে শিভালিক শর্মা ১৭ বলে ৩ চার ৬ ছক্কায় ৫৫ ও ভি সোলাঙ্কি ১৬ বলে ২ চার ৬ ছক্কায় করেছেন ৫০ রান।
সব মিলিয়ে বারোদার ইনিংসে আসে ৩৪ ছক্কা। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। তারা পেছনে ফেলেছে জিম্বাবুয়ের হাঁকানো ২৭ ছক্কার রেকর্ডকে।