শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:২৪ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী আচরণে ওয়েস্ট ইন্ডিজের ২ ক্রিকেটারের শাস্তি

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ার  বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাত্রাতিরিক্ত আগ্রাসী আচরণের জন্য শাস্তি পেয়েছেন। টাইগারদের ব্যাটিংয়ের সময় বাজে আচরণ করেন এই দুই ক্রিকেটার। আর্থিক জরিমানার পাশাপাশি তাদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে।

গত মঙ্গলবার জ্যামাইকা টেস্টের চতুর্থ দিন স্বাগতিকদের ১০১ রানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে মেহেদী হাসান মিরাজের দল। ম্যাচ শেষের ২৪ ঘণ্টার মধ্যে সিলস ও সিনক্লেয়ারের শাস্তির বিষয়টি নিশ্চিত করে আইসিসি।
আইসিসির আচরণবিধির লঙ্ঘন করায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয় সিলসের। অন্যদিকে বদলি ফিল্ডার হিসেবে নামা সিনক্লেয়ারের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়। দু’জনের নামের পাশেই যোগ হয় ১ ডিমেরিট পয়েন্ট। - অলআউট স্পোর্টস

ম্যাচের প্রথম ইনিংসে ১৫ ওভার ৫ বলে মাত্র ৫ রানের বিনিময়ে ৪ উইকেট নেন সিলস। প্রায় প্রতিটি উইকেট শিকারের পরই ডানহাতি এই পেসারকে আগ্রাসী উদযাপন করতে দেখা যায়। তার এই আচরণ অব্যাহত থাকে দ্বিতীয় ইনিংসেও। প্রথম ওভারে মাহমুদুল হাসান জয়কে তুলে নিয়ে বাংলাদেশের ড্রেসিং রুমের দিকে উত্তেজিতভাবে কিছু বলতে থাকেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।

অন্যদিকে কেমার রোচের বদলি হিসেবে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামেন সিনক্লেয়ার। বাংলাদেশের ইনিংসে স্লিপে দাঁড়িয়ে এবং স্টাম্পের কাছে এসে জোরে জোরে কথা বলতে থাকেন তিনি। আম্পায়ার কুমার ধর্মসেনা বেশ কয়েকবার সতর্ক করলেও তাতে খুব একটা লাভ হয়নি। এই দুই ক্রিকেটার নিজ নিজ অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়