নিজস্ব প্রতিবেদক: কার্টার মাষ্টার মুস্তাফিজুর রহমান জাতীয় দল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছুটি নিয়েছেন। এতোদিন অবশ্য ব্যক্তিগত কারণটা অজানাই ছিলো। বুধবার (৪ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে মুস্তাফিজ জানালেন পুত্র সন্তানের বাবা হয়েছেন।
দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে টাইগার পেসার বলেন, আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আমাদের ঘরে আশীর্বাদ হিসেবে আজ পুত্র সন্তান এসেছে। বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছে। ওদের জন্য দোয়া করবেন।
২০১৯ সালে নিজের মেজো মামার মেয়ে সামিয়া পারভীন শিমুকে বিয়ে করেন মুস্তাফিজ। ৫ বছরের ব্যবধানে তাদের কোল আলোকিত করে এলো পুত্র সন্তান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নেওয়া মুস্তাফিজ সর্বশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। যেখানে তিন ম্যাচে নিয়েছেন ৮ উইকেট।
আপনার মতামত লিখুন :