শিরোনাম
◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৪০ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

৩২ দলের ক্লাব বিশ্বকাপ ফুটবল জুনে শুরু

স্পোর্টস ডেস্ক: ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ ফুটবল। প্রথমবারের মতো যেখানে অংশ নেবে ৫ মহাদেশের ৩২ ক্লাব। ১১ শহরের ১২ ভেন্যুতে হবে ম্যাচ গুলো। ১২ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। পরিবর্তন এসেছে ফিফা ক্লাব বিশ্বকাপের যাবতীয় সবকিছুতেই। নির্ধারিত দলের সংখ্যার পাশাপাশি সূচি, ট্রফি ও আয়োজনের ক্ষেত্রে আগের আসরগুলোর তুলনায় এর ব্যপ্তি বেড়েছে বহুগুণ। 

আসন্ন আসরকে কেন্দ্র করে ৩২ দল চূড়ান্ত আগেই। এবার এই আসর সামনে রেখে ড্রয়ের দিন জানাল ফিফা। সঙ্গে দলগুলোর জন্য পট নির্ধারণ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। চারটি পট নির্ধারণ করে দিয়েছে ফিফা। চ্যানেল২৪ 

চার দলের সমন্বয়ে ৮ গ্রুপে লড়বে ক্লাবগুলো। একই পটে আছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের মতো দল। ভিন্ন ভিন্ন পটে আছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি ও নেইমারের আল হিলাল। চেলসি-ইন্টার মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাব আছে একই পটে।

দলগুলোর পট : 
পট-১: ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ফ্লেমেঙ্গো, পালমেইরাস, রিভার প্লেট ও ফ্লুমিনেন্স।

পট-২: চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, এফসি পোর্তো, বেনফিকা, জুভেন্টাস ও সলজবুর্গ।
পট-৩: আল হিলাল, উলসান এইচডি, আল আহলি, ওয়াইডাদ ক্যাসাব্লাঙ্কা, মন্টেরে, লিওন, বোকা জুনিয়র্স ও বোটাফোগো।
পট-৪: উরাওয়া রেড ডায়মন্ডস, আল আইন, হোপ অব তুনিস, মামেলোদি সানডাউনস, পাচুকা, সিয়াটেল সাউন্ডার্স, অকল্যান্ড সিটি ও ইন্টার মিয়ামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়