শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৮ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ক্যারিয়ারে প্রথম লাল কার্ড নয়ার, জার্মান কাপ থেকে বায়ার্ন মিউনিখের বিদায়

স্পোর্টস ডেস্ক: একজন ফুটবলারের জীবনে প্রথম বাজে রেকর্ড। আর এই রেকর্ডটি গড়লেন ম্যানুয়েল নয়ার। দুই দশকের পেশাদার ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখেছেন এই জার্মান গোলরক্ষক। এতে করে ডিএফবি পোকালে তার দল বায়ার্ন মিউনিখের যাত্রা শেষ ষোলোতেই থেমে গেল। বেয়ার লেভারকুসেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হলো জার্মান কাপ থেকে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে আলিয়াঞ্জ এরিনায় ডিএফবি পোকালে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে বেয়ার লেভারকুসেন। ম্যাচের একমাত্র গোলটি আসে ৬৯তম মিনিটে নাথান টেল্লার পা থেকে।

ম্যাচের ১৭তম মিনিটে বক্সের বাইরে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নয়ার। ২০০৪ সালে শুরু পেশাদার ফুটবল ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এটাই তার প্রথম লাল কার্ড। পরে ১০ জনের বায়ার্নকে চেপে ধরে লেভারকুসেন, তবে গোল করতে ব্যর্থ হয়।  

বিরতির পর ম্যাচের ৬৯তম মিনিটে নাথান টেল্লার একমাত্র গোল লেভারকুসেনকে এগিয়ে দেয়। বায়ার্ন সে গোল শোধের চেষ্টা চালালেও ম্যাচে সমতা ফেরাতে ব্যর্থ হয়। এতে করে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় তাদের। 
বায়ার্ন মিউনিখ ২০১৯-২০ মৌসুমের পর থেকে ডিএফবি পোকাল শিরোপা জিততে পারেনি। এই নিয়ে টানা পাঁচ মৌসুম ধরে জার্মান কাপ খালি হাতে ফিরতে হলো বায়ার্নকে। লেভারকুসেনের কোচ জাবি আলোনসোর কৌশলে লিগ শিরোপা হারানোর পর এবার কাপ থেকেও ছিটকে গেল বায়ার্ন।  

লিগে দারুণ ছন্দে থাকা বায়ার্নকে টানা দুই মৌসুমে চ্যালেঞ্জের মুখে ফেলেছে লেভারকুসেন। এবার তাদের হাত ধরে ডিএফবি পোকালের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আলোনসোর দল।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়