শিরোনাম
◈ অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ ৩২ দলের ক্লাব বিশ্বকাপ ফুটবল জুনে শুরু ◈ ‘আবার এলো বিপিএল’ থিম সং প্রকাশ, কয়েকটি লাইন লিখেছেন ড. ইউনূস ◈ মায়োর্কাকে হারিয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরলো  বার্সেলোনা ◈ অন্তর্বর্তী সরকারের অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র: স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ◈ শেখ হাসিনা শাসনামলের মতো কোনো দেশের তাবেদারি মেনে নেওয়া হবে না : ফজল আনসারী ◈ রুশ বাহিনী আরও দ্রুত গতিতে ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে ◈ দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন প্রত্যাহার, চাপের মুখে প্রেসিডেন্ট ◈ চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন, যা বললো যুক্তরাষ্ট্র ◈ নভেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৬, আহত ৫৯৯ : এইচআরএসএসের মাসিক প্রতিবেদন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৯:২০ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রনির সেঞ্চুরি বিফলে গেলো, বরিশালের কাছে ঢাকা হারলো বড় ব্যবধানে 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট লিগে বরিশালের বিরুদ্ধে খেলতে নেমে হালে পানি পেলো না ঢাকা বিভাগ। খেলার চতুর্থ দিন শেষে বরিশাল ১২২ রানে বড় ব্যবধানে ঢাকা বিভাগকে হারিয়েছে। ২২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রুয়েল মিয়ার তোপে মাত্র ৯৮ রানেই অলআউট হয় ঢাকা। বরিশালের হয়ে ২৮ রান খরচায় ছয় উইকেট নেন এই পেসার।

পাঁচ উইকেটে ২০৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বরিশাল। বাকি ৩৪ রান তুলতেই অবশিষ্ট পাঁচটি উইকেট হারায় তারা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মঈন খান ও রুয়েলকে বোল্ড করে বিদায় করেন সালাহউদ্দিন শাকিল। মঈন ৪০ এবং রুয়েল ১ রানে বিদায় নেন। এই দুই উইকেটের মাঝে সোহাগ গাজীকে শূন্য রানে বিদায় করেন সুমন খান। বরিশালের শেষ দুটি উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২৪১ রানে থামে বরিশালের ইনিংস।

২২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম দশ ওভারে শুধু জিশান আলমের উইকেট হারায় ঢাকা। কিন্তু ১১তম ওভার থেকে বিশ ওভারের মধ্যে আরও চার উইকেট। শেষ পাঁচটি উইকেট হারায় ৩৮.২ ওভারের মধ্যে। ঢাকার ব্যাটারদের আসা যাওয়ার মাঝে ব্যস্ত রাখেন রুয়েল। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৭ রান করা রনি তালুকদারকে বোল্ড করে বিদায় করেন তিনি। রানের খাতা খোলার আগে সেই ওভারে আহরার আমিন পাইনকেও বিদায় করেন তিনি।

রুয়েলের সঙ্গে পাল্লা দিয়ে যোগ দেন মোজাম্মেল হাসান শাকিলও। শেষ পর্যন্ত ৯৮ রানে অলআউট হয় দলটি। ২১ রান আসে আরিফুল ইসলাম। ১৭ রান করেন তাইবুর রহমান। এ ছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পারেননি আর কেউই। প্রথম ইনিংসে ২৮৯ রান করে বরিশাল, জবাবে রনি তালুকদারের সেঞ্চুরিতে ৩১০ রান করে ঢাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়