শিরোনাম
◈ অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ ৩২ দলের ক্লাব বিশ্বকাপ ফুটবল জুনে শুরু ◈ ‘আবার এলো বিপিএল’ থিম সং প্রকাশ, কয়েকটি লাইন লিখেছেন ড. ইউনূস ◈ মায়োর্কাকে হারিয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরলো  বার্সেলোনা ◈ অন্তর্বর্তী সরকারের অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র: স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ◈ শেখ হাসিনা শাসনামলের মতো কোনো দেশের তাবেদারি মেনে নেওয়া হবে না : ফজল আনসারী ◈ রুশ বাহিনী আরও দ্রুত গতিতে ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে ◈ দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন প্রত্যাহার, চাপের মুখে প্রেসিডেন্ট ◈ চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন, যা বললো যুক্তরাষ্ট্র ◈ নভেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৬, আহত ৫৯৯ : এইচআরএসএসের মাসিক প্রতিবেদন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫১ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাদার্সের বিরুদ্ধে কষ্টের জয়ে ফেডারেশন কাপ শুরু বসুন্ধরা কিংসের

নিজস্ব প্রতিবেদক: বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস জয় দিয়ে যাত্রা শুরু করলো ফেডারেশন কাপে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) কুমিল্লার বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ভালেরি তিতার দল। জয়সূচক গোলটি করেছেন তপু বর্মণ।

ম্যাচের আগে আলোচনায় ছিল মাঠ। ভালো ফুটবলের জন্য কুমিল্লার স্টেডিয়ামটি উপযুক্ত নয়। কিংস চেয়েছিল মাঠ পরিবর্তন করতে, তাতে সাড়া দেয়নি ব্রাদার্স। আজ এই মাঠে ফেডারেশন কাপের ম্যাচ গড়ালেও গতকালই এই মাঠ থেকে ক্রিকেটের পিচ সরানো হয়েছে। তাতেই বোঝা যায়, এই মাঠ ফুটবলের জন্য কতটা উপযুক্ত। মাঠের খেলায়ও এর প্রভাব দেখা গেল। খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পারলেন না সেভাবে।

ম্যাচের শুরুতেই মিগেল ফেরেরা ব্রাদার্সের জালে বল জড়ালেও অফসাইডের ফাঁদে কাটা পড়ে। প্রথমার্ধে ধীর স্থির ফুটবল খেলছিল কিংস। মাঠের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছিলেন ফুটবলাররা। প্রথমার্ধে দুই দলই চেষ্টা করলেও জালের দেখা পায়নি। তবে দুই দলের গোলকিপারের পারফরম্যান্সে ছিল প্রশংসাযোগ্য।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বসুন্ধরা। একের পর এক আক্রমণে ব্রাদার্সের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। ৬৯তম মিনিটে মিগেলের ক্রস থেকে হেড জালে বল জড়ান তপু। তার এই বলেই জয় নিয়ে মাঠ ছাড়ে গত মৌসুমের ট্রেবলজয়ীরা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়