শিরোনাম
◈ অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ ৩২ দলের ক্লাব বিশ্বকাপ ফুটবল জুনে শুরু ◈ ‘আবার এলো বিপিএল’ থিম সং প্রকাশ, কয়েকটি লাইন লিখেছেন ড. ইউনূস ◈ মায়োর্কাকে হারিয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরলো  বার্সেলোনা ◈ অন্তর্বর্তী সরকারের অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র: স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ◈ শেখ হাসিনা শাসনামলের মতো কোনো দেশের তাবেদারি মেনে নেওয়া হবে না : ফজল আনসারী ◈ রুশ বাহিনী আরও দ্রুত গতিতে ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে ◈ দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন প্রত্যাহার, চাপের মুখে প্রেসিডেন্ট ◈ চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন, যা বললো যুক্তরাষ্ট্র ◈ নভেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৬, আহত ৫৯৯ : এইচআরএসএসের মাসিক প্রতিবেদন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৯ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৮০ বছরের পুরোনো ব্র্যাডম্যানের ‘ব্যাগি গ্রিন’ টুপি ৩ কোটি ৩ লাখ টাকায় বিক্রি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা  খেলোয়াড় ডন ব্র্যাডম্যানের ‘ব্যাগি গ্রিন’ বলে কথা। ক্রিকেটের দুর্লভ এই স্মারকটির মালিক হতে কাড়াকাড়ি লেগে যায় নিলামে। শেষ পর্যন্ত তা বিক্রি হয় ৩ লাখ ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকা।

রোদের তাপে ৮০ বছরের পুরোনো টুপিটির রং চটে গেছে। এছাড়া ‘পোকামাকড়ের ক্ষতির’ চিহ্নগুলো স্পষ্ট এবং ওপরের অংশ কিছুটা ছেঁড়া। ঘরের মাঠে নিজের শেষ টেস্ট সিরিজে (১৯৪৭-৪৮) ভারতের বিপক্ষে ব্যাগি গ্রিন ক্যাপটি মাথায় পরে খেলেছিলেন ব্র্যাডম্যান।

১০ মিনিটের তীব্র প্রতিযোগিতা শেষে নিলামে হাতুড়ির আওয়াজ পড়ে ৩ লাখ ৯০ হাজার ডলারে গিয়ে। নিলামের ফিসহ আনুষাঙ্গিক খরচ যোগ করে এর সর্বমোট মূল্য দাঁড়ায় ৪ লাখ ৭৯ হাজার ৭০০ ডলার।

নিলামকারী প্রতিষ্ঠান বোনহামস জানায়, সেই টুপিটি পরে ভারতের বিপক্ষে ৬ ইনিংসে ১৭৮.৭৫ গড়ে ৭১৫ রান করেন ব্র্যাডম্যান। তিনটি সেঞ্চুরির পাশাপাশি একটি ডাবল সেঞ্চুরিও হাঁকান ডানহাতি এই ব্যাটার। বিশেষ এই ক্যাপটি পরে ভারতীয় দলের ম্যানেজার পঙ্কজ ‘পিটার’ কুমার গুপ্তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

টেস্ট অভিষেকের সময় অস্ট্রেলিয়ার প্রত্যেক ক্রিকেটারকেই একটি গাঢ় সবুজ রংয়ে পূর্ণ উলের টুপি দেওয়া হয়। যা তাদের কাছে খুবই সম্মানের এবং এটি যত পুরোনো হয়, ততই এর মর্যাদা বাড়তে থাকে। অস্ট্রেলিয়ার সাবেক স্টিভ ওয়াহ একবার বলেন, ‘ক্রিকেটারদের কত ঘাম আর রক্ত এই টুপির সঙ্গে জড়িত রয়েছে, এই টুপিকে সম্মান জানাতেই হবে।

আর সেটি যদি হয় ঈর্ষণীয় ৯৯.৯৪ গড়ে ৬ হাজার ৯৯৬ রান করা ব্র্যাডম্যানের তাহলে তো কথাই নেই। ক্রিকেট ভক্তদের কাছে এর চেয়ে অমূল্য আর কী হতে পারে। ব্রাডম্যান ৯২ বছর বয়সে ২০০১ সালে মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়