স্পোর্টস ডেস্ক: নাহিদ রানা, বাংলাদেশ ক্রিকেটের অসাধারণ এক গতির পেসার। চলমান টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ম্যাচে ফেরানো বোলিং করলেন নাহিদ রানা। তার গতির সাথে নিয়ন্ত্রণ নজর কেড়েছে রথী মহারথীদেরও। ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করছেন নিয়মিত।
জ্যামাইকায় প্রথম ইনিংসে বাংলাদেশের ১৬৪ রানের জবাবে ১৪৬ রানেই অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ১৬ ওভারে ৬১ রান খরচায় ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের দেখা পেলেন রানা। উইকেটের চেয়ে গতি দিয়ে ব্যাটারকে ঘায়েল করা বেশি চোখে লেগেছে। তার বোলিং দেখে আগে থেকেই কথা বলেছিলো অনেকেই। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ইয়ান বিশপ যোগ হলেন সেই দলে। - ডেইলি ক্রিকেট
তিনি জানান, ক্যারিবিয়ানে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে অবশ্যই হতাশ করেননি নাহিদ রানা। অনেকদিন ধরেই বাংলাদেশের ব্যাটারদের অপেক্ষায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রানা ম্যাচের চিত্রই পাল্টে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক লেগ স্পিনার ও বর্তমান ধারাভাষ্যকার স্যামুয়েল বদ্রিতো রানাকে বাংলাদেশের রতœ হিসেবেই উল্লেখ করলেন।
তিনি বলেন, বাংলাদেশ দলের হাতে একটা রতœ আছে। নাহিদ রানাকে নিয়ে হওয়া আলোচনার পুরোটাই সঠিক। তার গতি অসাধারণ, এখন পর্যন্ত বাংলাদেশের দ্রæততম। সঙ্গে বলের ওপর নিয়ন্ত্রণও অবিশ্বাস্য। সে আরো ভালো হলে বাংলাদেশ ক্রিকেটকে অনেকদূর এগিয়ে নিতে পারবে।
রানাকে প্রশংসায় ভাসালেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসও, 'আমরা জানতাম কোনো একটা পর্যায়ে এমনটা আসছে। যখন ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করবেন তখন আসলে কোনো এক পর্যায়ে আপনি উইকেট পাবেনই। সে আগের থেকে অনেক উন্নতি করেছে। সে তরুণ বোলার, তাকে দেখেশুনে রাখতে হবে।
আপনার মতামত লিখুন :