শিরোনাম
◈ ভারতে হাসিনার অবস্থান ঢাকা-দিল্লি সম্পর্ককে বিরক্তিকর করছে ◈ সরকারের জাতীয় ঐক্যের আহ্বানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি  ◈ খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ আমাকে নিয়ে যা যা ঘটছে, তা blessings in disguised হিসেবে গ্রহণ করছি : মুন্নী সাহা ◈ সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকায় বেশি বয়সী মেসি-রোনালদো ◈ সিলেটে চা শ্রমিক সেজে টি-টোয়েন্টি ট্রফি উম্মোচন করলেন দুই অধিনায়ক ◈ বিওএ’র ম্যারাথন ২০ ডিসেম্বর, লোগো উন্মোচন ◈ শেখ হাসিনার শাসনামলে যে পরিমাণ অর্থ লুট করেছে তা পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ ◈ পুলিশকে জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে: ডিএমপি  ◈ অ্যাকাউন্টের বিষয়ে মুন্নী সাহার সংশ্লিষ্টতা নেই’, অস্বাভাবিক লেনদেনের কথা অস্বীকার করেছেন কবির হোসেন তাপস

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৫২ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আয়ারর‌্যান্ড নারী দলকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে সিরিজটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। এবার তাদের সামনে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করে। যেখানে তিনজনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। 

ব্যাট হাতে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করা শারমিন আক্তার সুপ্তা জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলেও। দুই বছর পর সংক্ষিপ্ত সংস্করণের দলে ফিরলেন তিনি। সুপ্তা ছাড়াও ডাক পেয়েছেন জান্নাতুল ফেরদৌস। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অভিষেকের পর আর খেলা হয়নি তার। মাঝের সময়টা কেটেছে অস্ট্রেলিয়াতে। দেশে ফিরে প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগে পারফর্ম করে এবার এসেছেন সংক্ষিপ্ত সংস্করণে জাতীয় দলের স্কোয়াডেও।
সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ডাক পেয়ে ভালো না করলেও স্কোয়াডে রয়েছেন তাজ নেহার। রয়েছেন সানজিদা আক্তাররা। পেসার মারুফা আক্তার নেই টি টোয়েন্টি সিরিজে। তবে অভিজ্ঞ জাহানারা আলম ডাক পেয়েছেন। 

আগামী ৫ ডিসেম্বর ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর। টি টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম দুই টি টোয়েন্টির জন্য বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার, শোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস, তাজ নেহার, সানজিদা আক্তার। স্ট্যান্ডবাই: দিশা নিশ্বাস, শামিমা সুলতানা, শারমিন সুলতানা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়