শিরোনাম
◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান 

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৫২ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আয়ারর‌্যান্ড নারী দলকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে সিরিজটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। এবার তাদের সামনে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করে। যেখানে তিনজনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। 

ব্যাট হাতে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করা শারমিন আক্তার সুপ্তা জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলেও। দুই বছর পর সংক্ষিপ্ত সংস্করণের দলে ফিরলেন তিনি। সুপ্তা ছাড়াও ডাক পেয়েছেন জান্নাতুল ফেরদৌস। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অভিষেকের পর আর খেলা হয়নি তার। মাঝের সময়টা কেটেছে অস্ট্রেলিয়াতে। দেশে ফিরে প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগে পারফর্ম করে এবার এসেছেন সংক্ষিপ্ত সংস্করণে জাতীয় দলের স্কোয়াডেও।
সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ডাক পেয়ে ভালো না করলেও স্কোয়াডে রয়েছেন তাজ নেহার। রয়েছেন সানজিদা আক্তাররা। পেসার মারুফা আক্তার নেই টি টোয়েন্টি সিরিজে। তবে অভিজ্ঞ জাহানারা আলম ডাক পেয়েছেন। 

আগামী ৫ ডিসেম্বর ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর। টি টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম দুই টি টোয়েন্টির জন্য বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার, শোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস, তাজ নেহার, সানজিদা আক্তার। স্ট্যান্ডবাই: দিশা নিশ্বাস, শামিমা সুলতানা, শারমিন সুলতানা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়