শিরোনাম
◈ ভারতে হাসিনার অবস্থান ঢাকা-দিল্লি সম্পর্ককে বিরক্তিকর করছে ◈ সরকারের জাতীয় ঐক্যের আহ্বানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি  ◈ খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ আমাকে নিয়ে যা যা ঘটছে, তা blessings in disguised হিসেবে গ্রহণ করছি : মুন্নী সাহা ◈ সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকায় বেশি বয়সী মেসি-রোনালদো ◈ সিলেটে চা শ্রমিক সেজে টি-টোয়েন্টি ট্রফি উম্মোচন করলেন দুই অধিনায়ক ◈ বিওএ’র ম্যারাথন ২০ ডিসেম্বর, লোগো উন্মোচন ◈ শেখ হাসিনার শাসনামলে যে পরিমাণ অর্থ লুট করেছে তা পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ ◈ পুলিশকে জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে: ডিএমপি  ◈ অ্যাকাউন্টের বিষয়ে মুন্নী সাহার সংশ্লিষ্টতা নেই’, অস্বাভাবিক লেনদেনের কথা অস্বীকার করেছেন কবির হোসেন তাপস

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৫০ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাল্টা আক্রমণে বাংলাদেশের ২১১ রানের লিড

স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসেই দুর্দান্ত পারফরমেন্স দেখায় বাংলাদেশ দল। নাহিদ রানার পেস তোপে প্রথম ইনিংস শেষে ১৮ রানের লিড পেয়েছিল মিরাজবাহিনী। ব্যাটিংয়ে শুরুতেই উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ পেস তোপে পড়ার শঙ্কায় ছিল তারা। কিন্তু ব্যাটারদের পাল্টা আক্রমণে সেই চাপ সামলে বড় লিডের পথে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে ২১১ রানে এগিয়ে মেহেদী হাসান মিরাজের দল। হাতে আছে ৫ উইকেট।

সোমবার জ্যামাইকায় আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৯৩ রান। ২৯ রান নিয়ে জাকের আলী ও ৯ রান নিয়ে তাইজুল ইসলাম চতুর্থ দিনের খেলা শুরু করবেন। অসুস্থতার কারণে এখনও ব্যাটিংয়ে নামতে পারেননি মুমিনুল হক।

ব্যাটিংয়ের সময় নাহিদের বাউন্সারে দু’বার কাঁধে আঘাত পান কেমার রোচ। ফলে এই পেসারকে ছাড়াই দ্বিতীয় ইনিংস শুরু করতে হয় স্বাগতিকদের। কিন্তু ইনিংসের পঞ্চম বলেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানদের সেই চাপ বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দিপু।
রোচ না থাকার সুযোগ নিয়ে পাল্টা আক্রমণে দ্বিতীয় উইকেটে এই দুই ব্যাটার যোগ করেন ৪৭ রান, যেখানে আগ্রাসী মনোভাবে ছিলেন দিপু। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। শামার জোসেফকে উড়িয়ে মারতে গিয়ে ব্যক্তিগত ২৮ রানে ফেরেন এই ডানহাতি ব্যাটার।

এরপর ক্রিজে এসেই স্বাগতিক পেসারদের ওপর ছড়ি ঘোরাতে শুরু করেন মিরাজ। জোসেফের পরের ওভারে টানা ৪টি চার মারেন বাংলাদেশ অধিনায়ক। পরের ওভারে আক্রমণ শুরু করেন সাদমানও। তৃতীয় উইকেটে দ্রুত রান যোগ করে লিড বাড়াতে থাকেন এই দুই ব্যাটার। তবে এখানেও বাধা হয়ে দাঁড়ান জোসেফ। ৪৬ রান করা সাদমান ফিরিয়ে ভাঙেন ৭৪ বলে ৭০ রানের জুটিটি।

সঙ্গীর বিদায়ের পর দ্রুত ফেরেন মিরাজও। ৩৯ বলে ডানহাতি এই ব্যাটারের ৪২ রানের ইনিংসটি থামান জোসেফ। দ্রুত দুই উইকেট হারিয়ে আরেকটি ব্যাটিং ধসের শঙ্কায় থাকা দলকে চাপমুক্ত করেন লিটন দাস ও জাকের। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটার ৪১ রান যোগ করে লিড দুইশর কাছে নিয়ে যান। ২৫ রান করা লিটনকে বোল্ড করে এই জুটি ভাঙেন জাস্টিন গ্রিভস। এরপর তাইজুলকে নিয়ে দুইশ রানের লিড পার করে ২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন জাকের।

দিনের শুরুতে নাহিদের পেস তোপে ১৪৬ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম তিন ব্যাটার ছাড়া স্বাগতিকদের আর কেউই দুই অঙ্কের দেখা পাননি। আর ক্যারিয়ার সেরা বোলিংয়ে নাহিদের শিকার ৬১ রানে ৫ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়