শিরোনাম
◈ ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ: রিজভী (ভিডিও) ◈ অন্তঃসত্ত্বা প্রেমিকা শাহিদা ইসলামকে ইউটিউব দেখে অস্ত্র চালানো শিখে হত্যা ◈ মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর ◈ অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ ৩২ দলের ক্লাব বিশ্বকাপ ফুটবল জুনে শুরু ◈ ‘আবার এলো বিপিএল’ থিম সং প্রকাশ, কয়েকটি লাইন লিখেছেন ড. ইউনূস ◈ মায়োর্কাকে হারিয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরলো  বার্সেলোনা ◈ অন্তর্বর্তী সরকারের অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র: স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ◈ শেখ হাসিনা শাসনামলের মতো কোনো দেশের তাবেদারি মেনে নেওয়া হবে না : ফজল আনসারী ◈ রুশ বাহিনী আরও দ্রুত গতিতে ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৫০ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাল্টা আক্রমণে বাংলাদেশের ২১১ রানের লিড

স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসেই দুর্দান্ত পারফরমেন্স দেখায় বাংলাদেশ দল। নাহিদ রানার পেস তোপে প্রথম ইনিংস শেষে ১৮ রানের লিড পেয়েছিল মিরাজবাহিনী। ব্যাটিংয়ে শুরুতেই উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ পেস তোপে পড়ার শঙ্কায় ছিল তারা। কিন্তু ব্যাটারদের পাল্টা আক্রমণে সেই চাপ সামলে বড় লিডের পথে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে ২১১ রানে এগিয়ে মেহেদী হাসান মিরাজের দল। হাতে আছে ৫ উইকেট।

সোমবার জ্যামাইকায় আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৯৩ রান। ২৯ রান নিয়ে জাকের আলী ও ৯ রান নিয়ে তাইজুল ইসলাম চতুর্থ দিনের খেলা শুরু করবেন। অসুস্থতার কারণে এখনও ব্যাটিংয়ে নামতে পারেননি মুমিনুল হক।

ব্যাটিংয়ের সময় নাহিদের বাউন্সারে দু’বার কাঁধে আঘাত পান কেমার রোচ। ফলে এই পেসারকে ছাড়াই দ্বিতীয় ইনিংস শুরু করতে হয় স্বাগতিকদের। কিন্তু ইনিংসের পঞ্চম বলেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানদের সেই চাপ বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দিপু।
রোচ না থাকার সুযোগ নিয়ে পাল্টা আক্রমণে দ্বিতীয় উইকেটে এই দুই ব্যাটার যোগ করেন ৪৭ রান, যেখানে আগ্রাসী মনোভাবে ছিলেন দিপু। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। শামার জোসেফকে উড়িয়ে মারতে গিয়ে ব্যক্তিগত ২৮ রানে ফেরেন এই ডানহাতি ব্যাটার।

এরপর ক্রিজে এসেই স্বাগতিক পেসারদের ওপর ছড়ি ঘোরাতে শুরু করেন মিরাজ। জোসেফের পরের ওভারে টানা ৪টি চার মারেন বাংলাদেশ অধিনায়ক। পরের ওভারে আক্রমণ শুরু করেন সাদমানও। তৃতীয় উইকেটে দ্রুত রান যোগ করে লিড বাড়াতে থাকেন এই দুই ব্যাটার। তবে এখানেও বাধা হয়ে দাঁড়ান জোসেফ। ৪৬ রান করা সাদমান ফিরিয়ে ভাঙেন ৭৪ বলে ৭০ রানের জুটিটি।

সঙ্গীর বিদায়ের পর দ্রুত ফেরেন মিরাজও। ৩৯ বলে ডানহাতি এই ব্যাটারের ৪২ রানের ইনিংসটি থামান জোসেফ। দ্রুত দুই উইকেট হারিয়ে আরেকটি ব্যাটিং ধসের শঙ্কায় থাকা দলকে চাপমুক্ত করেন লিটন দাস ও জাকের। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটার ৪১ রান যোগ করে লিড দুইশর কাছে নিয়ে যান। ২৫ রান করা লিটনকে বোল্ড করে এই জুটি ভাঙেন জাস্টিন গ্রিভস। এরপর তাইজুলকে নিয়ে দুইশ রানের লিড পার করে ২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন জাকের।

দিনের শুরুতে নাহিদের পেস তোপে ১৪৬ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম তিন ব্যাটার ছাড়া স্বাগতিকদের আর কেউই দুই অঙ্কের দেখা পাননি। আর ক্যারিয়ার সেরা বোলিংয়ে নাহিদের শিকার ৬১ রানে ৫ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়