শিরোনাম
◈ ভারতে হাসিনার অবস্থান ঢাকা-দিল্লি সম্পর্ককে বিরক্তিকর করছে ◈ সরকারের জাতীয় ঐক্যের আহ্বানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি  ◈ খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ আমাকে নিয়ে যা যা ঘটছে, তা blessings in disguised হিসেবে গ্রহণ করছি : মুন্নী সাহা ◈ সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকায় বেশি বয়সী মেসি-রোনালদো ◈ সিলেটে চা শ্রমিক সেজে টি-টোয়েন্টি ট্রফি উম্মোচন করলেন দুই অধিনায়ক ◈ বিওএ’র ম্যারাথন ২০ ডিসেম্বর, লোগো উন্মোচন ◈ শেখ হাসিনার শাসনামলে যে পরিমাণ অর্থ লুট করেছে তা পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ ◈ পুলিশকে জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে: ডিএমপি  ◈ অ্যাকাউন্টের বিষয়ে মুন্নী সাহার সংশ্লিষ্টতা নেই’, অস্বাভাবিক লেনদেনের কথা অস্বীকার করেছেন কবির হোসেন তাপস

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৯ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

রিশাদ হোসেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার সুযোগ হারালেন

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসাবে একই টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেন রিশাদ হোসেন। কিন্তু এই লেগ স্পিনার পুরো আসরে থাকতে পারবেন না দেখে তাকে দল থেকে বাদ দিয়েছে হোবার্ট হ্যারিকেন্স। তার বদলি হিসেবে ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়েছে আফগানিস্তানের এক বাঁহাতি লেগ স্পিনারকে।

গত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ক্রিকেট বিশ্বের নজরে আসেন রিশাদ। এরপর ড্রাফট থেকে তাকে দলে নিয়েছিল রিকি পন্টিংয়ের হোবার্ট। প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি ড্রাফট থেকে দল পাওয়া ক্রিকেটার ছিলেন রিশাদ। এর আগে সাকিব বিগ ব্যাশে খেললেও তিনি আসরে সুযোগ পেয়েছিলেন বদলি খেলোয়াড় হিসেবে।

সোমবার এক বিবৃতিতে রিশাদের বদলি হিসেবে আফগানিস্তানের ওয়াকার সালামখেইলকে দলে নেওয়ার কথা জানায় হোবার্ট। কারণ হিসেবে বলা হয়, বিপিএলের কারণে বিগ ব্যাশের এবারের আসরে রিশাদ অংশ নিতে পারবেন না দেখে তার বদলি নেওয়া হয়েছে।

বাংলাদেশের তরুণ এই স্পিনারকে দলে না পাওয়ায় বিবৃতিতে নিজেদের হতাশার কথাও জানান হোবার্টের হাই পারফরম্যান্স জেনারেল ম্যানেজার।  বিপিএলের কারণে রিশাদ আমাদের সঙ্গে যোগ দিতে না পারায় আমরা হতাশ। তবে আমরা জানি টুর্নামেন্টের প্রথম অংশে আমাদেরকে জয় এনে দিতে সাহায্য করার মতো একজন আমাদের আছে।

অবশ্য কিছুদিনে আগে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নেওয়ার জন্য রিশাদের বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার খবর প্রকাশ করেছিল দেশের শীর্ষস্থানীয় এক সংবাদ মাধ্যম। বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিসের বরাত দিয়ে তারা জানায়, মোট ৯ দিনের অনাপত্তিপত্র পেয়েছেন রিশাদ।

আগামী ১৯ ডিসেম্বর শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টি- টোয়েন্টি সিরিজ। ১৫ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের এবারের আসর। অন্যদিকে বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর। এবারের বিপিএলে রিশাদ খেলবেন ফরচুন বরিশালের হয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়