শিরোনাম
◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা ◈ পর্যটকদের ওপর গুলি, কাশ্মীরে নিহত অন্তত ২৪

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৫ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

তামিম ইকবাল বলছেন, ব্যাট হাতে ছন্দে ফেরার অপেক্ষায় আছি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের ওপেনার তামিম ইকবাল লম্বা সময় ধরে মাঠের বাইরে। খেলার বন্ধ্যাত্ব কাটিয়ে তিনি ফিরতে যাচ্ছেন এনসিএলের টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। নিজেকে ফিট করতে গত বেশ কিছুদিন ধরেই মিরপুরে অনুশীলনে ব্যস্ত টাইগার ওপেনারের। মূলত লক্ষ্য বিপিএলে সেরা ছন্দে ফেরার। বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের ম্যাচে ধারাভাষ্য দিতে এসে নিজেও জানালেন এনসিএল টি-টোয়েন্টি তাকে সাহায্য করবে।

আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা এনসিএল টি-টোয়েন্টি ফরম্যাট। যেখানে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন তামিম। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ অনিশ্চিত, বিপিএলেই তাকে দেখতে হবে সমর্থকদের। তার আগে এনসিএল টি-টোয়েন্টি তামিমের জন্য যেমন নিজেকে দেখার সুযোগ তেমনি সমর্থকদের জন্যও আনন্দের।- ডেইলি ক্রিকেট

সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ নারী দলের ম্যাচে হুট করেই কিছুক্ষণের জন্য ধারাভাষ্য দেন তামিম। সেখানেই আরেক ধারাভাষ্যকার সমন্বয় ঘোষের প্রশ্নের জবাবে নিজের বর্তমান অবস্থা সম্পর্কে জানালেন।

তামিম বলেন, আমি নিজেকে ফিট রাখার চেষ্টা করতেছি। অনেকদিন ধরে ব্যাট করিনি। ২ সপ্তাহের বেশি হচ্ছে আমি ব্যাটিং শুরু করেছি। ছন্দে ফিরতে কিছুটা সময় লাগেই। আমি ভাগ্যবান যে বিসিবি এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করছে। এই টুর্নামেন্টে খেলবো, আমি আশাবাদী ছন্দে ফিরতে পারবো।

তামিমকে বহু দিন মাঠে দেখছে না তার সমর্থকরা। ২২ গজে তাকে দেখতে মুখিয়ে আছে জানাতেই তামিম নিজেও আশাবাদী বলে উল্লেখ করলেন।

টাইগার ওপেনার বলেন, আমিও আশাবাদী। এনসিএল আমাকে কিছু গেম টাইম দিবে। এটা খুব গুরুত্বপূর্ন। পরিকল্পনা আছে অন্তত ৪-৫ টা ম্যাচ খেলার। এরপর বিপিএলের প্রস্তুতি। আমি মনে করি এবারের বিপিএল খুব ভালো হবে। আমাদের ফরচুন বরিশাল ভালো দল, ভালো ভালো খেলোয়াড় আছে, আমিও সেখানে খেলবো। আমিও মুখিয়ে আছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়