নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে স্কোয়াডে থাকবেন না। সত্যি সত্যিই ক্যারিবিয়ানদের মাটিতে আসন্ন ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি দেশসেরা এই ক্রিকেটারের। চোট থেকে সেরে না ওঠায় দলে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে বিসিবি। শান্তর অনুপস্থিতিতে টেস্ট সিরিজের মতো এখানেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও চোটের কারণে দলে জায়গা হয়নি মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ের। প্রায় এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন।
রোববার বিপিএলের মাসকট উন্মোচনের অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি জানান, জাতীয় দলের হয়ে খেলার জন্য সাকিব এখন মানসিক অবস্থায় নেই। শেষ পর্যন্ত তাকে ছাড়াই দল ঘোষণা করা হলো।
পারিবারিক কারণে এই সিরিজে থাকবেন না মুস্তাফিজুর রহমান। চোটের কারণে গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে দলের বাইরে থাকা পেসার তানজিম হাসান সাকিব দলে ফিরেছেন। এছাড়াও অসুস্থতার কারণে ওই সিরিজে না থাকা লিটন দাস এবং বিশ্রামে থাকা হাসান মাহমুদ দলে জায়গা পেয়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে সেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকির চোটে পড়েন শান্ত। এরপর থেকেই মাঠের বাইরে আছেন বাঁহাতি এই ব্যাটার। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়া আছেন তিনি। আর সিরিজের প্রথম ওয়ানডেতে কিপিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। আগামী ৮ ডিসেম্বর মাঠে গড়াবে দু’দলের ওয়ানডে সিরিজটি। পরের দুই ম্যাচ ১০ ও ১২ ডিসেম্বর। সবকটি ম্যাচ হবে সেন্ট কিটসে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা
আপনার মতামত লিখুন :