শিরোনাম
◈ কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণজয়ী সাদিয়া সুলতানা মারা গেছেন ◈ বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও সম্মানের সঙ্গে আছে: মাহমুদুর রহমান ◈ এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন বৈরী: বাংলাদেশ-ভারত ◈ এবার বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ পাওনা ১৩৫ কোটি রুপি চাইল ত্রিপুরা ◈ ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ৭ হাজার বাংলাদেশি গ্রেফতার মালয়েশিয়ায় ◈ আগরতলায় হাইকমিশনে সহিংস হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা-প্রতিবাদ ◈ আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, মমতার বক্তব্য, ভারতীয় মিডিয়ার অপপ্রচারে তীব্র নিন্দা, বিক্ষোভের ডাক ◈ রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে ফুটবল মাঠে রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক সমর্থকের মৃত্যু ◈ হেফাজতে ইসলামের আমির ও বায়তুল মোকাররমের খতিবসহ শীর্ষ ১২ আলেমের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৪, ১২:২২ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইউরোপিয়ান লিগে জয় পেয়েছে চেলসি, ম্যানইউ ও রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান লিগে নিজ নিজ খেলায় জয় পেয়েছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ। রোববার (১ ডিসেম্বর) চেলসি-ইউনাইটেড স্বাগতিক হিসেবে নামলেও প্রতিপক্ষের মাঠে আতিথ্য নেয় রিয়াল। তবে জয় পায়নি ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

প্রিমিয়ার লিগের ১৩ তম ম্যাচ ডে তে ঘরের মাঠে এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের হয়ে জোড়া গোল করেন জশুয়া জিরকি ও মার্কাস রাশফোর্ড। জোড়া অ্যাসিস্ট করেন ব্রুনো ফের্নান্দেস ও আমাদ দিয়ালো।

ম্যাচের ৩৪ তম মিনিটে ব্রুনোর কর্নার থেকে রেড ডেভিলদের এগিয়ে দেন রাশফোর্ড। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দিয়ালো। এবারও জোগানদাতা ব্রুনো। দ্বিতীয়ার্ধে কিছু বুঝে ওঠার আগেই ৪৬ মিনিটে জাল কাঁপান রাশফোর্ড। ৬৪ মিনিটে জিরকিকে গোল বানিয়ে দেন দিয়ালো।

অন্যদিকে, স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি এগিয়ে যায় ম্যাচের ৭ম মিনিটেই। মার্ক কুকুরেয়ার ক্রস থেকে জাল খুঁজে নেন নিকোলাস জ্যাকসন। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় এনসো ফার্নান্দেসের কল্যাণে। ২-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় চেলসি।

বিরতির পর ৮৩ মিনিটে তৃতীয় গোলটি করেন কোল পালমার। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নীল শিবির।

এই জয়ে প্রিমিয়ার লিগে যৌথভাবে আর্সেনালের সঙ্গে দুইয়ে আছে চেলসি। ১৩ ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট ২৫। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে অবস্থান করছে ইউনাইটেড।
স্প্যানিশ লা লিগায় গেটাফের আতিথ্য নেয় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ইনজুরিতে ভিনিসিয়াস মাঠের বাইরে থাকলেও এই ম্যাচে ফিরেছেন রদ্রিগো।

ম্যাচের ২৭ তম মিনিটে রুডিগারকে ডি বক্সে গেটাফে ডিফেন্ডার ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিকি থেকে গোল করে বার্নবুকে উৎসবে মাতিয়ে তোলেন জুড বেলিংহ্যাম। ৮ মিনিট পর পুরনো ঝলক ফিরে পাবার ইঙ্গিত দেন কিলিয়ান এমবাপ্পে। ডি বক্সের বাইরে থেকে দারুন বাঁকানো শটে রিয়ালের ব্যবধান দ্বিগুন করেন এই স্ট্রাইকার। ২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দেখা যায় এমবাপ্পের এক ঝলক দুর্দান্ত ম্যাজিক যা বজায় ছিলো পুরো ম্যাচেই। ম্যাচের ৫৩ তম মিনিটে দারুন এক অ্যাসিস্ট করলেও গোলরক্ষকে পরাস্ত করতে ব্রাহিম দিয়াস ব্যর্থ হলে গোল পায়নি রিয়াল। এরপর এমদায় দারুন গুতিতে গোলরক্ষককে পরাস্থা করে শট ফাকা পেস্টে শট নিলেও বল বেরিয়ে যায় পোস্টের গা ঘেসে।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে শীর্ষ দল বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধানটা কমিয়ে ১ আনলো রিয়াল। সেই সাথে বার্সেলোনা চেয়ে ১ ম্যাচ কমও খেলেছেঠ লস ব্লাঙ্কোসরা।

অপরদিকে, ইতালিয়ান লিগ সিরি’আ’র ম্যাচে লিচের আতিথ্য নেয় জুভেন্টাস। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখালেও গোল আসছিলো না। দুই দফা বল ফিরে আসে পোস্টে লেগে। ৬৮ মিনিটে ক্যাম্বিয়াসোর গোলে লিড নেয় জুভেন্টাস। তবে ইনজুরি সময়ে আন্টে র‌্যাবিচের গোলে ড্র আদায় করে নেয় স্বাগতিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়