শিরোনাম
◈ খুলে দেয়া হয়েছে ভারত গেট, কী সুবিধা মিলছে ◈ আয়নাঘরের নিপীড়নের গল্প এতটাই ভয়াবহ যে ভুক্তভোগীরা সেগুলো বলতে চায় না: উপদেষ্টা নাহিদ ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের ৯ নির্দেশনা ◈ চিন্ময় কৃষ্ণসহ ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ ◈ দুই সপ্তাহে রিজার্ভ বাড়ল ৩৫ কোটি ৫৯ লাখ ডলার ◈ হজ নিবন্ধনের সময় বাড়ল ◈ জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল কর্মীকে কোপাল আ.লীগ নেতা ◈ চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা: সিএমপি দক্ষিণের ডিসির পর কোতোয়ালির ওসিকে বদলি ◈ আমি বলেছিলাম টাকা ছাপাব না, কিন্তু এখন সাময়িকভাবে সরে এসেছি : আহসান এইচ মনসুর ◈ চিকিৎসার জন্য ভারতে না গিয়ে পাকিস্তান যান, বাংলাদেশিদের উদ্দেশ্য করে বিজেপি নেতা শুভেন্দু

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৯:৫৬ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিন্ম রানে অলআউট শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে বেহাল দশায় শ্রীলঙ্কা। তাদের এই পারফরমেন্সে হতাশ তাদের ক্রিকেট ভক্তরা। মার্কো ইয়ানসেনের পেস তা-বে মাত্র ৪২ রানেই গুটিয়ে গেলো লঙ্কানরা। এটি শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে সর্বনি¤œ রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কোনো দলের সর্বনি¤œ। আর বলের দিক থেকে শ্রীলঙ্কার ইনিংসটি টেস্ট ইতিহাসের ১৫০ বছরে দ্বিতীয় সর্বনিন্ম।

বৃহস্পতিবারের ইনিংসের আগে শ্রীলঙ্কার টেস্টে সর্বনি¤œ রান ছিল ৭১। যেটি ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে করেছিল তারা। তবে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেনের বিধ্বংসী বোলিংয়ে সেই রেকর্ড ভেঙে নতুন করে ইতিহাসের পাতায় ঢুকে গেল শ্রীলঙ্কা। ডারবানে শ্রীলঙ্কার ইনিংসটির স্থায়িত্ব ছিল মাত্র ১৩.৫ ওভার। 
অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডসহ টেস্ট খেলুড়ে ৯টি দলেরই ৫০ রানের মধ্যে অলআউট হওয়ার ‘রেকর্ড’ ছিল এত দিন। বাকি ছিল টেস্টের নতুন দল আফগানিস্তান, জিম্বাবুয়ে (৫১ আছে) এবং শ্রীলঙ্কা।

ডারবানের কিংসমিডে শ্রীলঙ্কাকে পঞ্চাশের কমে আউট করে সেই বিব্রতকর তালিকায় ঢুকিয়েছে প্রোটিয়ারা। প্রোটিয়া ডানহাতি পেসার মার্কো ইয়ানসেন ৬.৫ ওভারে ১৩ রানে দিয়ে তুলে নিয়েছেন ৭ উইকেট, যা চলতি শতাব্দিতে দক্ষিণ আফ্রিকান পেসারদের মধ্যে সেরা। শ্রীলঙ্কার ১১ ব্যাটসম্যানের মধ্যে মাত্র দু’জন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। শূন্য রানে আউট হয়েছেন ৫ জন।

দুই টেস্ট সিরিজের প্রথমটিতে আজ ছিল দ্বিতীয় দিন। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৯১ রানে গুটিয়ে দিয়ে বেশ স্বস্তিতেই ছিল শ্রীলঙ্কা। কিন্তু নিজেদের ইনিংসের শুরুতেই ধাক্কা খায় তারা। তৃতীয় ওভারে কাগিসো রাবাদার বলে দিমুথ করুনারতেœ ক্যাচ আউট হন। চতুর্থ ওভারে মার্কো ইয়ানসেন এসে বিদায় করেন পাথুম নিশাঙ্কাকে। এরপর একের পর এক ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। ১৬ রানে চতুর্থ উইকেট পতনের পর কামিন্ডু মেন্ডিস ও ধনাঞ্জয়া কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটি স্থায়ী হয়নি। 

দলীয় ৩২ রানেই শ্রীলঙ্কা হারায় ষষ্ঠ, সপ্তম এমনকি অষ্টম উইকেট। টেস্টের সর্বনি¤œ রান (২৬, নিউজিল্যান্ড) অবশ্য ততক্ষণে পেছনে ফেলে যায় তারা। তবে ৩২ রানে ৮ উইকেট হারানোর পর পঞ্চাশের কমে অলআউট হওয়ার শঙ্কা জাগে প্রবলভাবে। শেষ দিকে লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো ১০ রানের জুটি গড়লেও ইয়ানসেন এসে দুই বলের মধ্যে তুলে নেন শেষ দুই উইকেটই। ১৩.৫ ওভারেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস।

টেস্ট ইতিহাসে এর চেয়ে কম বলে ইনিংস শেষ হয়েছে মাত্র একবার। ১৯২৪ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ৭৫ বলে ৩০ রানে অলআউট হয়েছিল। যদিও শ্রীলঙ্কা সেই রেকর্ড ভাঙতে পারেনি, তবুও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের এই ইনিংস একটি বিব্রতকর অধ্যায় হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে। 

এ যাত্রায় শ্রীলঙ্কাকে সেই রেকর্ড গছিয়ে দিতে না পারলেও দক্ষিণ আফ্রিকা ঠিকই তাদের বিপক্ষে সর্বনিন্ম রানে অলআউটের অস্বস্তিতে ফেলেছে এশিয়ান দেশটিকে। প্রোটিয়ারা এর আগে সর্বনি¤œ ৪৫ রানে অলআউট করতে পেরেছিল নিউজিল্যান্ডকে, ২০১৩ সালে কেপটাউন টেস্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়