শিরোনাম
◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা ◈ পর্যটকদের ওপর গুলি, কাশ্মীরে নিহত অন্তত ২৪

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৬:৪৮ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেঞ্চুরির আক্ষেপ উইলিয়ামসনের, দিন শেষে ভালো অবস্থানে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে ছিলেন নিউজিল্যান্ডের কে উইলিয়ামসন। এবার তিনি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে মাঠে ফিরেছেন। ফিরেই দুর্দান্ত ব্যাটিং করেছেন ডানহাতি এ ব্যাটার। অবশ্য উইলিয়ামসন চাইলে আক্ষেপ করতেই পারেন। কারণ মাত্র ৭ রানের জন্য যে সেঞ্চুরিটা পাননি। উইলিয়ামসনের সেঞ্চুরি মিসের দিনে ৮ উইকেট হারিয়ে ৩১৯ রান তুলেছে নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। শুরুতেই সফরকারীদের সাফল্য এনে দেন গাস অ্যাটকিনসন। কিউই ওপেনার ডেভন কনওয়েকে প্যাভিলিয়নের পথ ধরান ইংলিশ এ পেসার।

এরপর উইকেটে এসে টম ল্যাথামের সাথে জুটি গড়ার চেষ্টা করেন উইলিয়ামসন। দুজনেই করেছেন দারুণ ব্যাটিং। তবে ফিফটি মিসের আক্ষেপ নিয়ে ফিরেছেন ল্যাথাম। ব্রাইডন কার্সের বলে আউট হওয়ার আগে ৫৪ বলে করেছেন ৪৭ রান। এরপর রাচিন রবীন্দ্রকে নিয়ে জুটি গড়েন উইলিয়ামসন। দুজনের জুটিতে ওঠে ৬৯ রান। ৪৯ বলে ৩৪ রান করা রাচিনকে ফেরান শোয়েব বশির।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে সেঞ্চুরির পথেই ছিলেন উইলিয়ামসন। ইনিংসের শুরুতে সময় নিয়েছেন। এরপর সময় যত গড়িয়েছে ততই সাবলীল ব্যাটিং করেছেন কিউই এ ব্যাটার। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরত্বে থেমেছেন উইলিয়ামসন। অ্যাটকিনসনের বলে জ্যাক ক্রলির হাতে যখন ক্যাচ দিয়ে ফেরেন তখন তার নামের পাশে ১৯৭ বলে ৯৩ রান।

ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল শুরুটা ভালো পেলেও ইনিংস বড় করতে পারেননি। নাথান স্মিথও ফিরেছেন দ্রুত। তবে ম্যাট হেনরিকে সাথে নিয়ে দিনের বাকিটা সময় পার করে দিয়েছেন গ্লেন ফিলিপস। প্রথম দিন শেষে ৫৮ বলে ৪১ রান করে অপরাজিত আছেন ফিলিপস, ১০ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন ফিলিপস। ইংল্যান্ডের হয়ে ২০ ওভারে ৬৯ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন বশির। ২টি করে উইকেট শিকার করেছেন কার্স ও অ্যাটকিনসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়