শিরোনাম
◈ খুলে দেয়া হয়েছে ভারত গেট, কী সুবিধা মিলছে ◈ আয়নাঘরের নিপীড়নের গল্প এতটাই ভয়াবহ যে ভুক্তভোগীরা সেগুলো বলতে চায় না: উপদেষ্টা নাহিদ ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের ৯ নির্দেশনা ◈ চিন্ময় কৃষ্ণসহ ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ ◈ দুই সপ্তাহে রিজার্ভ বাড়ল ৩৫ কোটি ৫৯ লাখ ডলার ◈ হজ নিবন্ধনের সময় বাড়ল ◈ জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল কর্মীকে কোপাল আ.লীগ নেতা ◈ চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা: সিএমপি দক্ষিণের ডিসির পর কোতোয়ালির ওসিকে বদলি ◈ আমি বলেছিলাম টাকা ছাপাব না, কিন্তু এখন সাময়িকভাবে সরে এসেছি : আহসান এইচ মনসুর ◈ চিকিৎসার জন্য ভারতে না গিয়ে পাকিস্তান যান, বাংলাদেশিদের উদ্দেশ্য করে বিজেপি নেতা শুভেন্দু

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নমন ধীর আইপিএলে কোটিপতি হয়ে প্রয়াত কোচের সন্তানের দায়িত্ব নিলেন

স্পোর্টস ডেস্ক: এবারের আইপিএল নিলামে যেখানে অনেক বড় বড় ক্রিকেটার দলই পাননা, সেখানে অখ্যাত ক্রিকেটার বনে যান কোটিপতি। নমন ধীর তেমনই একজন। এবার আইপিএল নিলামে আরটিএম কার্ড ব্যবহার করে ৫ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।

নিলামে নমনকে কেনার দৌড়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। কিন্তু গত আসরে খেলা মুম্বাই ইন্ডিয়ানসেই ফিরলেন তিনি। তবে নিলামে এত টাকা পাবেন ভাবতেই পারেননি নমন। - ডেইলি ক্রিকেট

এদিকে ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, আমার হৃদয় ধুকপুক করছিল। গত বছর মুম্বাইয়ের হয়ে ভালো একটি মৌসুম কেটেছে। আশা ছিল যে আইপিএলে চুক্তি পাব, কিন্তু এত অর্থকড়ি পাব সেটা আমার দূরতম কল্পনায়ও ছিল না।

নমনের ক্রিকেটার হিসেবে উঠে আসার যাত্রাটা সহজ ছিল না। পাঞ্জাবের ফরিদকোট থেকে উঠে আসা এই ব্যাটসম্যান তার রাজ্যের অনূর্ধ্ব-১৬ দলে খেলার পরের চার বছর কোনো দলে সুযোগ না পাওয়ার পর ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখা বাদ দিয়েছিলেন। এমনকি কানাডায় স্থায়ীভাবে পাড়ি জমানোর চিন্তাও করেছিলেন তিনি। পাঞ্জাবেন অনূর্ধ্ব-১৯ দলে যখন নমন সুযোগ পাননি তখন তার হয়ে লড়েছিলেন শৈশবের কোচ গগন সিধু, যিনি এখন প্রয়াত। কোটিপতি বনে যাওয়ার পর সেই কোচের এতিম সন্তানের দায়িত্ব নিতে চান নমন। সেই সাথে বানাতে চান নিজের পরিবারের জন্য একটি বাড়ি।

নমন বলেন, তিনি আমাকে সব শিখিয়েছেন। তিনি অনেকটাই ছিলেন আমার বড় ভাইয়ের মতো। পাঞ্জাব-১৯ দলে জায়গা না পাওয়ার পর তিনি আমার হয়ে লড়েছিলেন। তার সন্তানের বয়স খুব কম, যার দায়িত্ব এখন আমার। আমি তার দেখাশোনা করতে চাই। তার বড় ভাই হতে চাই, যেমনটা তার বাবা ছিলেন আমার কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়