স্পোর্টস ডেস্ক: পর্তুগিজ সুপারস্টার রোনালদো ও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতা। উভয়ই ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন আগেই। ১০০ গোলদাতাদের সে ক্লাবে মেসি-রোনালদোর পাশে নতুন সংযোজন পোলিশ কিংবদন্তি লেভানদোস্কি। চ্যাম্পিয়নস লিগে লেভানদোস্কির গোলসংখ্যা এখন ১০১।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ব্রেস্টের বিপক্ষে নামার আগে ১০০ গোলের এলিট ক্লাবে ঢুকার জন্য এক গোল দূরে ছিল এই স্ট্রাইকার। মাঠে নামার পর অবশ্য বেশি সময় নেননি লেভা। ১০ তম মিনিটে সেই অপেক্ষার অবসান করেন পেনাল্টি থেকে গোল করেই। অবশ্য পরে আরো এক গোল করেন তিনি।
চ্যাম্পিয়নস লিগে সব থেকে বেশি গোলের মালিক পর্তুগিজ মহাতারকা রোনালদো। ১৮৭ ম্যাচে সর্বোচ্চ ১৪১ গোল তার। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে রোনালদোর পরের নামটি অবশ্য মেসির। ১৬৩ ম্যাচে ১২৯ গোল নিয়ে দুইয়ে আর্জেন্টাইন কিংবদন্তির নাম। ১২৫ ম্যাচে ১০১ গোল নিয়ে তিনে লেভানদোস্কি।
প্রথম দুই জন এখন ইউরোপের বাইরে খেলায় চ্যাম্পিয়নস লিগে নেই। তাই তাদের গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ আপাতত নেই। তবে লেভানদোস্কির এখনো সুযোগ আছে ১০১ গোলকে ছাড়িয়ে যাওয়ার।
আপনার মতামত লিখুন :