শিরোনাম
◈ মৃত্যুর আর ভয় নেই, ফের লড়াই করতে বাধ্য করবেন না: আবদুল হান্নান মাসউদ ◈ জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ ‘সাবোটাজ’ করছে কিনা প্রশ্ন রেখেছেন তারেক রহমান  ◈ সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার (ভিডিও) ◈ পাঁচ সংস্কার কমিটির প্রধান ও সদস্যরা যেসব সুবিধা পাবেন  ◈ এ ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা: উপদেষ্টা নাহিদ ◈ কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিন আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে ◈ শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছে বিএনপি (ভিডিও) ◈ বাংলাদেশ কোনো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জাসপ্রিত বুমরাহ টেস্ট ক্রিকেটে সেরা বোলার, ওয়ানডেতে রশিদ খান ◈ বিচারপতিকে যে কারনে ডিম মেরে এজলাস থেকে নামালো আইনজীবীরা (ভিডিও)

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাসপ্রিত বুমরাহ টেস্ট ক্রিকেটে সেরা বোলার, ওয়ানডেতে রশিদ খান

স্পোর্টস ডেস্ক: জাসপ্রিত বুমরাহ পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন। ভারতের জয়ে সামনে থেকে দিয়েছিলেন নেতৃত্ব। তার সুফল পেলেন বুমরাহ। আইসিসির সবশেষ প্রকাশিত টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন ভারতীয় এ পেসার।

অন্যদিকে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রশিদ খান। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট শিকার করেন বুমরাহ। ভারত পায় ২৯৫ রানের জয়। এমন পারফরম্যান্সের পর কাগিসো রাবাদাকে হটিয়ে শীর্ষে উঠেছেন বুমরাহ। প্রোটিয়া পেসার নেমে গেছেন দুইয়ে, আর দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড নেমে গেছেন তিন নম্বরে।

ভারতীয় বোলারদের মধ্যে উন্নতি হয়েছে রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজের। ৫ নম্বর থেকে চারে উঠে এসেছেন অশ্বিন। এছাড়াও তিন ধাপ এগিয়ে ২৫ নম্বরে সিরাজ।

অন্যদিকে সবশেষ বাংলাদেশ সিরিজে দারুণ বোলিং করে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন রশিদ খান। দুইয়ে নেমে গেছেন শাহিন শাহ আফ্রিদি। টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রশিদ।
টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জয়স্বী জয়সওয়ালের।

দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন তরুণ এ ওপেনার। তিনে নেমে গেছেন কেইন উইলিয়ামসন। ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। টি-টোয়েন্টিতেও শীর্ষস্থানে আসেনি পরিবর্তন। অজি ওপেনার ট্রাভিস হেড রয়েছেন শীর্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়