শিরোনাম
◈ ‘মারবা? পারবা না’, গাড়ি দুর্ঘটনার পর সারজিস ও হাসনাত আব্দুল্লাহর হুঙ্কার ◈ হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক ◈ হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা ◈ হাসনাত-সার্জিসের বহরের গাড়ি দুর্ঘটনায়, পরিকল্পিতভাবে ট্রাক চাপার অভিযোগ (ভিডিও) ◈ মৃত্যুর আর ভয় নেই, ফের লড়াই করতে বাধ্য করবেন না: আবদুল হান্নান মাসউদ ◈ জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ ‘সাবোটাজ’ করছে কিনা প্রশ্ন রেখেছেন তারেক রহমান  ◈ সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা  : প্রেস সচিব (ভিডিও) ◈ পাঁচ সংস্কার কমিটির প্রধান ও সদস্যরা যেসব সুবিধা পাবেন  ◈ এ ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা: উপদেষ্টা নাহিদ ◈ কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিন আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০৭:০৪ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তাফিজদের নিয়ে চেন্নাইয় সুপার কিংসের বার্তা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান এবারের আইপিএল নিলামে দল পাননি। এটা ক্রিকেট বিশ্বে অনেক বড় খবরের একটি। টানা ৯ মৌসুম ধরে আইপিএলে খেলা মুস্তাফিজ এবার তাই থাকবেন দর্শকের ভূমিকায়।

মেগা নিলামে বাংলাদেশ থেকে মোট ১২ ক্রিকেটার নাম দিয়েছিল। তবে নিলামে নাম ওঠে শুধু মুস্তাফিজ ও রিশাদ হোসেনের নাম। কিন্তু তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। বাকি দশজনের নাম তালিকায় থাকলেও নিলামে ওঠেনি। তবে মুস্তাফিজের দল না পাওয়ায় অবাক অনেকেই।

গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত খেলেছিলেন মুস্তাফিজ। টুর্নামেন্টের মাঝপথে চলার আসার সময় যৌথভাবে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। মুস্তাফিজ যখন চলে আসেন তখন তার নামের পাশে ১৪ উইকেট। এমন পারফরম্যান্সের পর দল না পাওয়ায় হতাশ সমর্থকরা। তবে মুস্তাফিজদের পারফরম্যান্সের কদর করতে ভুল করেনি চেন্নাই। - ডেইলি ক্রিকেট

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে মুস্তাফিজদের স্মরণ করেছে চেন্নাই। সেই সঙ্গে একটি বার্তাও দিয়েছে, ‘সাহস নিয়ে আমাদের হয়ে লড়ার জন্য ধন্যবাদ। তোমাদের প্রাণশক্তি চিরদিনই আমাদের গর্বের অংশ হয়ে থাকবে। তোমাদের ভবিষ্যৎ লড়াইয়ের জন্য শুভকামনা। সবসময়ের জন্য।

আইপিএলে বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু। এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান। সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ আসরে চেন্নাইয়ে ভিড়েছিলেন এই পেসার। তবে মেগা নিলামের আগে মুস্তাফিজকে ছেড়ে দেয় মহেন্দ্র সিং ধোনির দল। কিন্তু নিলামে দলই পেলেন না কাটার মাস্টারখ্যাত টাইগার এ পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়