স্পোর্টস ডেস্ক: দারুণ খেলেছে সাকিবের দল বাংলা টাইগার্স। হেসেখেলে জয়ী হয়েছে তারা। আবুধাবির টি-টেন লিগে টানা দুই ম্যাচ হারের পর দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়েছে জয়ের ধারায় ফিরেছে বাংলা টাইগার্স। নিজেদের চতুর্থ ম্যাচে তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে নর্দান ওয়ারিয়র্সকে। আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১০৭ রান করে নর্দান।
সেই লক্ষ্য ৭.৫ ওভারেই ১০ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় বাংলা টাইগার্স। দলটির হয়ে ২৩ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন হজরতউল্লাহ জাজাই। আর মোহাম্মদ শাহজাদ ২৫ বলে ৫৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত।
জাজাই তার ইনিংসে ৫টি ছক্কার সঙ্গে মেরেছেন ৩টি চার। আর ২ ছক্কা আর ৮ চারে নিজের ইনিংস সাজিয়েছেন শাহজাদ। এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা টাইগার্স। নর্দানের ওপেনার ব্র্যান্ডন কিংকে বোল্ড করে আউট করেছিলেন রশিদ খান।
৯ বলে মাত্র ১২ রান আসে তার ব্যাট থেকে। এরপর জনসন চার্লস আউট হন ১৮ রান করে। এরপর শুরু হয় নর্দানের ব্যাটারদের আসা যাওয়া। একে একে তারা হারায় শেরফানে রাদারফোর্ড (৭), আজমতউল্লাহ ওমরজাই (৪) ও জিয়াউর রহমানের উইকেট।
যদিও একপ্রান্ত আগলে রেখে ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন কলিন মুনরো। তার এই ইনিংসে ভর করেই লরাইয়ের সংগ্রহ পায় নর্দান। রশিদের সঙ্গে ২টি করে উইকেট পান ইফতিখার আহমেদ। আর একটি উইকেট নেন ডেভিড পেইন। এদিন সাকিব আল হাসান এক ওভার বোলিং করলেও ৯ রান খরচার কোনো উইকেট পাননি তিনি।
আপনার মতামত লিখুন :