শিরোনাম
◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ১২:২৯ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই আফগানের ঝড়ে সাকিবের বাংলা টাইগার্সের বড় জয়

স্পোর্টস ডেস্ক: দারুণ খেলেছে সাকিবের দল বাংলা টাইগার্স। হেসেখেলে জয়ী হয়েছে তারা। আবুধাবির টি-টেন লিগে টানা দুই ম্যাচ হারের পর দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়েছে জয়ের ধারায় ফিরেছে বাংলা টাইগার্স। নিজেদের চতুর্থ ম্যাচে তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে নর্দান ওয়ারিয়র্সকে। আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১০৭ রান করে নর্দান।

সেই লক্ষ্য ৭.৫ ওভারেই ১০ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় বাংলা টাইগার্স। দলটির হয়ে ২৩ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন হজরতউল্লাহ জাজাই। আর মোহাম্মদ শাহজাদ ২৫ বলে ৫৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত।

জাজাই তার ইনিংসে ৫টি ছক্কার সঙ্গে মেরেছেন ৩টি চার। আর ২ ছক্কা আর ৮ চারে নিজের ইনিংস সাজিয়েছেন শাহজাদ। এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা টাইগার্স। নর্দানের ওপেনার ব্র্যান্ডন কিংকে বোল্ড করে আউট করেছিলেন রশিদ খান।

৯ বলে মাত্র ১২ রান আসে তার ব্যাট থেকে। এরপর জনসন চার্লস আউট হন ১৮ রান করে। এরপর শুরু হয় নর্দানের ব্যাটারদের আসা যাওয়া। একে একে তারা হারায় শেরফানে রাদারফোর্ড (৭), আজমতউল্লাহ ওমরজাই (৪) ও জিয়াউর রহমানের উইকেট।

যদিও একপ্রান্ত আগলে রেখে ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন কলিন মুনরো। তার এই ইনিংসে ভর করেই লরাইয়ের সংগ্রহ পায় নর্দান। রশিদের সঙ্গে ২টি করে উইকেট পান ইফতিখার আহমেদ। আর একটি উইকেট নেন ডেভিড পেইন। এদিন সাকিব আল হাসান এক ওভার বোলিং করলেও ৯ রান খরচার কোনো উইকেট পাননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়