স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ব্যাটারদের এমনই এক দশা, প্রতিপক্ষ বোলারদের বল যেনো চোখেই দেখতে পায় না। যে কারণে যাওয়া- আসার মিছিল বয়ে যায় তাদের। এই ব্যাটিং ব্যর্থতার দায় কে নেবে? অ্যান্টিগা টেস্টে ৩৩৪ রান তাড়া করতে নেমে ১০৯ রানে যখন চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ। তখন অনেকেই টাইগারদের বড় হার দেখে ফেলেছিলেন। হয়েছেও তাই, পঞ্চম দিনে মাত্র ২৩ রান যোগ করতে পেরেছে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের জয় ২০১ রানে।
১৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছিলেন জাকের আলী অনিক। টাইগারদের যতটুকু আসা ছিল, তাকে ঘিরেই। তবে লক্ষ্যটা যে অলৌকিক সেটা ভালো করেই জানতেন অনিক। তাই যতটা সম্ভব শট খেলার চেষ্টা করেছেন তিনি।
সোমবারের আরেক অপরাজিত ব্যাটার হাসান মাহমুদ ভালোই সঙ্গ দিচ্ছিলেন অনিককে। রান করতে না পারলেও উইকেটে টিকে ছিলেন ১২ বল। হাসানকে উইকেটের পেছনে জশুয়া দা সিলভাকে ক্যাচ দিতে বাধ্য করেন আলজারি জোসেফ। তাতে শেষ হয় বাংলাদেশের প্রতিরোধ।
একটু পর প্যাভিলিয়নে ফেরেন অনিক। তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন আলজারি। রিভিউ নিয়েও কোনো কাজ হয়নি। ৫৮ বলে ৩১ রান করেন অনিক। এরপর শরীফুল ইসলাম অস্বস্তিবোধ করায় শেষ হয় খেলা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে পঞ্চম দিনে ২ উইকেট নিয়েছেন আলজারি।
আপনার মতামত লিখুন :