নিজস্ব প্রতিবেদক: পারলো না বরিশাল বিভাগ। এবার জাতীয় লিগের শিরোপা জিতলো সিলেট বিভাগ। যা তাদের জাতীয় ক্রিকেট ক্যারিয়ারে প্রথম। ঘরের মাঠে সিলেট ৫ উইকেটে বরিশালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চ্যাম্পিয়ন হলো।
বিজয়ী দলের নেতৃত্বে অধিনায়ক অমিত হাসান। তিনি ঢাকা বিভাগের ক্রিকেটার হলেও জাতীয় লিগটা খেলেন সিলেটের হয়েই। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত কিছু করেছেন এই ব্যাটার।
এই ম্যাচে বরিশাল আগে ব্যাট করে প্রথম ইনিংসে করেছে ৩০৪ রান। জবাবে সিলেটের সংগ্রহ ৩৪২। ৩৮ রানে পিছিয়ে থাকা বরিশাল দ্বিতীয় ইনিংসে অলআউট ১৪২ রানে। সিলেটের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১০৫। যা তারা করতে কোনো অসুবিধাই হলো অমিত হাসানদের। জয় সূচক রানটাও এসেছে কাপ্তানের ব্যাট থেকে।
দ্বিতীয় ইনিংসে সিলেটের সর্বোচ্চ রান নাসুম আহমেদের ব্যাটে, ৫২ বলে করেছেন ৪৪ রান। অমিত অপরাজিত ৩৮ রানে।
৫ উইকেটে জয় পাওয়া ম্যাচে সিলেটের হয়ে বল হাতে নিজের মূল কাজটাও করেছেন নাসুম। ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। তবে সবচেয়ে বড় অবদান দুই পেসার খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজার। দুই ইনিংস মিলিয়ে খালেদের শিকার ৪ উইকেট, রাজা নিয়েছেন ৫ উইকেট।