শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৪, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ উইকেট নেই বাংলাদেশের, বড় পরাজয়ের পথে মিরাজরা

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের জেতার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। ১০৯ রান করতেই ৭ উইকেট হারিয়ে ফেলে মিরাজরা। এ অবস্থায় বড় হারের অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে তাসকিন আহমেদের পেস তোপে ওয়েস্ট ইন্ডিজকে অল্পতেই আটকে রেখেছিল বাংলাদেশ। জয় দিয়ে সিরিজ শুরু করতে বাকি কাজটা করতে হতো ব্যাটারদের। কিন্তু আবারও দলকে হতাশ করেছেন তারা।

আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে এখন বড় ব্যবধানে পরাজয় হতে পারে লাল-সবুজদের। সোমবার (২৬ নভেম্বর) অ্যান্টিগায় কেমার রোচ ও জেইডেন সিলসের পেস তোপে ৩১ ওভার ব্যাট করে ৭ উইকেটে ১০৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। জয়ের জন্য এখনও তাদের প্রয়োজন ২২৫ রান। হাতে আছে ৩ উইকেট। ১৫ রানে জাকের আলী ও রানের খাতা খোলার অপেক্ষায় থাকা হাসান মাহমুদ শেষ দিনের খেলা শুরু করবেন।


এর আগে দিনের খেলা শুরুর আগেই ১৮১ রানে পিছিয়ে থাকা অবস্থায় নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে টাইগাররা। সকালের পিচের সুবিধা নিয়ে বল হাতে দলকে দারুণ শুরু এনে দেন তাসকিন। এরপর ডানহাতি এই পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৫২ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রানের। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট নেওয়া তাসকিন ৬৪ রানে ৬টি শিকার ধরেন।  


রান তাড়ায় বরাবরের মতো আবারও ব্যর্থ হন বাংলাদেশের ওপেনাররা। ইনিংসের পঞ্চম ডেলিভারিতেই রোচের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কোনো রান না করা জাকির হাসান। টিকতে পারেননি আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও (৬)। চতুর্থ ওভারের শেষ বলে তাকে ফেরান সিলস।

প্রথম ইনিংসের মতো এবারও শাহাদাত হোসেন দিপুকে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন মুমিনুল হক। কিন্তু রোচ তা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি। একাদশ ওভারে প্রথমে দিপুকে তুলে নিয়ে ডানহাতি এই পেসার ভাঙেন ১৩ রানের জুটি। নিজের পরের ওভারে ফিরতি ক্যাচে তুলে প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো মুমিনুলকে।

পঞ্চম উইকেট জুটিতে ক্যারিবিয়ান পেসারদের ওপর পাল্টা আক্রমণের চেষ্টা চালান লিটন দাস ও মিরাজ। কিছুটা সফলও হয় তারা। কিন্তু সব বল খেলতে গিয়ে ১৮ বলে ২২ রান করে ফেরেন লিটন। ভেঙে যায় ৩২ বলে ৩৬ রানের জুটি। সঙ্গীর বিদায়ের পরও আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন মিরাজ। শেষ পর্যন্ত ৪৬ বলে ৪৫ রান করা বাংলাদেশ অধিনায়ককে থামান সিলস। এর আগে জাকেরের সঙ্গে ষষ্ঠ উইকেটে মিরাজ যোগ করেন ৬০ বলে ৪৩ রান। শেষ দিকে তাইজুল ইসলামের উইকেট আউট হলে হাসানকে নিয়ে দিনের খেলা শেষ করে জাকের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়