নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলামে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে কোনো দলই কিনেনি। দুইজনই অবিক্রিত থাকে। প্রথমে মুস্তাফিজের ২ কোটি রুপি ভিত্তি মূল্যে নিলামে নাম উঠলেও তাকে কিনতে কোনো দল আগ্রহ দেখায়নি। এর পরই ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যে নাম আসে রিশাদের। তিনি অবিক্রিত থাকেন।
বাংলাদেশের ১২ জন ক্রিকেটার নাম দিলেও দুই দিন মিলিয়ে এখনো পর্যন্ত মাত্র দুই জন ক্রিকেটারর ডাক পড়েছে। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের নাম উঠলেও তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কেউই।
২০২১ সালের পর এই প্রথম আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজের। গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো মন্দ মিলিয়ে কেটেছে তার আইপিএল মিশন। এবার তার ভিত্তি মূল্য ছিলো ২ কোটি রুপি।