শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪, ০৯:০৮ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ কোটি ৭৫ লাখে ভুবেনেশ্বরের ঠিকানা আরসিবি, ৯ কোটি ২৫ লাখে দীপক চাহার মুম্বাইয়ে

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজনফর বাংলাদেশের বিপক্ষে সিরিজে দারুণ বোলিং করেন । তারই ফল যেনো পেলেন হাতেনাতে। তাকে দলে ভেড়াতে কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস লম্বা সময় ধরে লড়াই করে। পরে যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্সও। ৭৫ লাখ ভিত্তি মূল্যের গাজনফর শেষ পর্যন্ত বিক্রি হলেন ৪ কটি ৮০ লাখ রুপিতে, ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্স। 

তবে তার আরেক স্বদেশী মুজিবুর রহমান ছিলেন অবিক্রীত। তাকে পেতে আগ্রহ দেখালো না কোনো দল। একই পরিণতি কেশব মহারাজ, আদিল রশিদ, আকিল হোসেনদেরও। - ডেইলি ক্রিকেট

ভুবনেশ্বর কুমারের দাম ১০ কোটি ৭৫ লাখ, দীপক চাহারের ৯ কোটি ২৫ লাখঃ 
ভুবনেশ্বর কুমার ছাড়িয়ে গেলেন আজকের দিনের সেরা পারিশ্রমিক। ২ কটি রুপি ভিত্তি মূল্যের এই পেসারকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অথচ লাখনৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স শুরু থেকে তাকে পেতে লড়ে গিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে ঢুকেই কিনে নিয়ে বের হলো কোহলির ব্যাঙ্গালুরু।

দিল্লি ক্যাপিটালস মুকেশ কুমারকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ৮ কোটিতে ঘরে ফেরালো। দীপক চাহারও পেয়েছেন বেশ ভালো দাম। ২ কোটি ভিত্তি মূল্যের এই পেসার পেলেন ৯ কোটি ২৫ লাখ রুপি। তাকে দলে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৮ কোটি রুপিতে আকাশ দীপের ঠিকানা লাখনৌ সুপার জায়ান্টস।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হলেন তুষার দেশপান্ডেঃ
দিনের দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন ভারতীয় পেসার তুষার দেশপান্ডে। ১ কোটি রুপি ভিত্তি মূল্যের এই ক্রিকেটারকে পেতে ভালোই লড়াই করেছে তার পুরোনো দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত ৬ কোটি ৫০ লাখ রুপিতে তাকে পেয়েছে রাজস্থান। 
ভিত্তি মূল্য ১ কোটি রুপিতে দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকান কিপার ব্যাটার রায়ান রিকেলটন। তাকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির কিপার ব্যাটারের ঘাটতি মেটাতে সামর্থ্যবান এই প্রোটিয়া।

তবে অস্ট্রেলিয়ান কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি অবশ্য দল পাননি। ১ কোটি রুপি ভিত্তি মূল্যের এই অস্ট্রেলিয়ানকে নিতে আগ্রহ দেখায়নি কেউ।

দল পেলেন না শাই হোপ, নিতিশ রানা ৪ কোটি ২০ লাখঃ
ক্যারিবিয়ান তারকা ব্যাটার শাই হোপের জন্য আগ্রহ দেখায়নি কোনো দল। অন্যদিকে নিতিশ রানা পেলেন ভালো দাম। দিনের হিসাবে মোটামুটি ভালো দামই পেয়েছেন এই ভারতীয়। তাকে কিনলো রাজস্থান রয়্যালস।

ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর পেলেন নতুন ঠিকানাঃ
২ কোটি রুপি ভিত্তি মূল্যের ক্রুনাল পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর দল পেয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পান্ডিয়াকে কিনলো ৫ কোটি ৭৫ লাখ রুপিতে। ওয়াশিংটন সুন্দরের জন্য গুজরাট টাইটান্স খরচ করলো ৩ কোটি ২০ লাখ রুপি। 

অবিক্রিত শার্দুল ঠাকুর, পৃথ শ্ব, ড্যারিল মিচেলঃ
নিলামে নাম উঠলেও কেউ আগ্রহ দেখায়নি শার্দুল ঠাকুর, পৃথ শ্ব, মায়াঙ্ক আগারওয়াল, অজিঙ্কা রাহানের জন্য। একই পরিণতি নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেলেরও। 

মার্কো ইয়ানসেন পেলেন দিনের সর্বোচ্চ মূল্যঃ
নিলামের দ্বিতীয় দিন দলগুলোর হাতে খুবই মাপা অর্থ। টাকা খরচে খুব হিসাব করতে হচ্ছে। এমন অবস্থাতেই দিনের এখনো পর্যন্ত সর্বোচ্চ মূল্যটা পেলো দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো ইয়ানসেন। ১ কোটি ২৫ লাখ রুপি ভিত্তি মূল্যের ইয়ানসেনকে দলে ভেড়ালো পাঞ্জাব কিংস। তারা লড়াই করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্সের সাথে। 

স্যাম কারেনকে নিলো চেন্নাই সুপার কিংসঃ
২ কোটি ভিত্তি মূল্যের স্যাম কারেনকে পেলো চেন্নাই সুপার কিংস। লাখনৌ সুপার জায়ান্টস লড়াইয়ে যোগ দেওয়াতে ২ কোটি ৪০ লাখ রুপি খরচ করতে হলো চেন্নাইয়ের।

ফাফ ডু প্লেসিসকে ভিত্তি মূল্যে পেয়েছে দিল্লি ক্যাপিটালসঃ
দিল্লি ক্যাপিটালস কিনেছে দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ ডু প্লেসিসকে। তাকেও ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে পেয়েছে দিল্লি।

রভম্যান পাওয়েল কলকাতা নাইট রাইডার্সেঃ
উইলিয়ামসন-ফিলিপস দল না পেলেও ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েলকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তাকে ভিত্তি মূল্য দেড় কোটি রুপিতেই পেয়েছে কলকাতা। 

কেউ আগ্রহ দেখায়নি গেøন ফিলিপসের জন্যঃ
উইলিয়ামসনের পর ডাকা হয় তারই স্বদেশী গেøন ফিলিপসকে। একই ভিত্তি মূল্যের ব্যাটারকেও নিতে আগ্রহ দেখায়নি কোনো দল।

দল পাননি কেন উইলিয়ামসনঃ 
শুরুর সেটে প্রথমেই  ডাকা হলো নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসনকে। তবে ২ কোটি রুপি ভিত্তি মূল্যের কিউই তারকাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউ।

আইপিএল নিলামের দ্বিতীয় দিন স্বাগতমঃ 
আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনে স্বাগতম। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হলো নিলামের দ্বিতীয় দিন। গতকাল (২৪ নভেম্বর) প্রথম দিন ৮৪ জন ক্রিকেটারের নাম ডাকা হয়। যেখানে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে রিশাব পান্টকে কেনে লাখনৌ সুপার জায়ান্টস। যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্য। 

তার আগেই এই রেকর্ড গড়েছিলেন পাঞ্জাব কিংসের শ্রেয়াস আইয়ার। তাকে দলটি কিনেছিলো ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে। তখনো পর্যন্ত সেটাই ছিলো রেকর্ড। কিন্তু তা টিকলো না ১৫ মিনিটও। রিশাব পান্ট ভেঙে দিলেন সব রেকর্ড। ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স ঘরে ফেরালো ভেঙ্কাটেশ আইয়ারকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়