স্পোর্টস ডেস্ক: অনেক আলোচনা সমালোচনার পর ভারতের কথাই মেনে নিলো পাকিস্তান। এশিয়া কাপের মতো এবার ভারতের আপত্তিতে চ্যাম্পিয়নস ট্রফির আসরও এককভাবে আয়োজনের সুযোগ হারাতে চলেছে তারা। কারণ হাইব্রিড মডেলেই হবে টুর্নামেন্টটি।
পাকিস্তান সফরে যেতে ভারত অস্বীকৃতি জানানোর পর জটিলতা শুরু হয়। এ নিয়ে পাকিস্তানও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। তবে আইসিসি দুই বোর্ডের সঙ্গে আলোচনা শেষে হাইব্রিড মডেলে রাজি করায়।
ভারত তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে দুবাইতে। টিম ইন্ডিয়া সেমিফাইনাল ও ফাইনালে ওঠলে সেটাও দুবাইয়ে হবে। বাকি সব ম্যাচ পাকিস্তানে। চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে সংস্কার কাজে ব্যয় হওয়া অর্থসহ ক্ষতিপূরণ হিসেবে বাড়তি টাকাও পাবে পিসিবি। ১ ডিসেম্বর জয় শাহ আইসিসির সভাপতি হবার পর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
আপনার মতামত লিখুন :