শিরোনাম
◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ ◈ সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ টাকা: সমাবেশে যোগ দিতে আসা ১০টি যাত্রীবাহী বাস আটক ◈ নভেম্বরে প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৯০০ কোটি টাকা ◈ স্বামীকে বললেন- আমাকে গুলি করো, না হয় আমিই করবো: একজন ‘বিদ্রোহী’ মুসলিম প্রিন্সেসের কাহিনী ◈ চাকরির কথা বলে ভারতে ‘যৌন ব্যবসায়’ বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের!(ভিডিও) ◈ ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে ডুকতে মানাসহ ১০ নির্দেশনা ◈ চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ◈ মোটরসাইকেল চলাচলে ডিএমপির কঠোর নির্দেশনা ◈ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ◈ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সক্রিয় রিকশাচালকদের আন্দোলনে

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ০৯:০০ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় আকরামের সঙ্গে ভারতীয় সমর্থকের অসদাচরণ

অস্ট্রেলিয়ায় স্বাগতিক দেশটির সঙ্গে ভারতের চলমান ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি’তে ধারাভাষ্য প্যানেলে আছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। তবে ম্যাচ চলাকালে এক ভারতীয় সমর্থক আকরামের সঙ্গে অসদাচরণ করেছেন বলে জানিয়েছে পাকিস্তান ও ভারতের গণমাধ্যমগুলো।

ম্যাচ চলাকালে স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে থাকা আকরামের কাছ থেকে অটোগ্রাফ নেন এক ভারতীয় সমর্থক। তার পরপরই আকরামের উদ্দেশে কটু কথা ছুড়ে দেন ওই সমর্থক। যদিও এমন অসদাচরণের পেছনের কোনো কারণ জানা যায়নি। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে বলেছে, গতকাল শনিবার দ্বিতীয় দিনের খেলার সময় ধারাভাষ্য দেওয়ার জন্য নির্দিষ্ট বক্সের দিকে এগোচ্ছিলেন। তার মাঝে এক ভারতীয় সমর্থককে সই দিচ্ছিলেন। সেই সময়েই তার উদ্দেশে কটু কথা বলতে থাকেন ওই সমর্থক। যদিও সেই মুহূর্তে কিছু বলেননি আকরাম।

তবে মাঠের ঘটনাতেই থামেননি ওই সমর্থক। মাঠ ছেড়ে গাড়ি দিয়ে চলে যাওয়ার সময় আবার আকরামের উদ্দেশে বাজে কথা বলেন তিনি। পরে পুলিশ গিয়ে ওই সমর্থককে সরিয়ে দেয়। এই ঘটনায় যথেষ্ট বিরক্ত হয়েছেন আকরাম। 

স্থানীয় দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছে, আকরামকে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়নি। এই ঘটনার পর মাঠের নিরাপত্তা বাড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এখন থেকে নিরাপত্তার স্বার্থে ধারাভাষ্যকাররা চাইলে মাঠ থেকেই সরাসরি গাড়ি থেকে হোটেলের উদ্দেশে বের হতে পারবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়