শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ০৯:০০ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় আকরামের সঙ্গে ভারতীয় সমর্থকের অসদাচরণ

অস্ট্রেলিয়ায় স্বাগতিক দেশটির সঙ্গে ভারতের চলমান ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি’তে ধারাভাষ্য প্যানেলে আছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। তবে ম্যাচ চলাকালে এক ভারতীয় সমর্থক আকরামের সঙ্গে অসদাচরণ করেছেন বলে জানিয়েছে পাকিস্তান ও ভারতের গণমাধ্যমগুলো।

ম্যাচ চলাকালে স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে থাকা আকরামের কাছ থেকে অটোগ্রাফ নেন এক ভারতীয় সমর্থক। তার পরপরই আকরামের উদ্দেশে কটু কথা ছুড়ে দেন ওই সমর্থক। যদিও এমন অসদাচরণের পেছনের কোনো কারণ জানা যায়নি। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে বলেছে, গতকাল শনিবার দ্বিতীয় দিনের খেলার সময় ধারাভাষ্য দেওয়ার জন্য নির্দিষ্ট বক্সের দিকে এগোচ্ছিলেন। তার মাঝে এক ভারতীয় সমর্থককে সই দিচ্ছিলেন। সেই সময়েই তার উদ্দেশে কটু কথা বলতে থাকেন ওই সমর্থক। যদিও সেই মুহূর্তে কিছু বলেননি আকরাম।

তবে মাঠের ঘটনাতেই থামেননি ওই সমর্থক। মাঠ ছেড়ে গাড়ি দিয়ে চলে যাওয়ার সময় আবার আকরামের উদ্দেশে বাজে কথা বলেন তিনি। পরে পুলিশ গিয়ে ওই সমর্থককে সরিয়ে দেয়। এই ঘটনায় যথেষ্ট বিরক্ত হয়েছেন আকরাম। 

স্থানীয় দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছে, আকরামকে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়নি। এই ঘটনার পর মাঠের নিরাপত্তা বাড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এখন থেকে নিরাপত্তার স্বার্থে ধারাভাষ্যকাররা চাইলে মাঠ থেকেই সরাসরি গাড়ি থেকে হোটেলের উদ্দেশে বের হতে পারবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়