স্পোর্টস ডেস্ক: আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার হয়েছিলেন শ্রেয়াস আইয়ার। ডানহাতি এ ব্যাটারকে ২৬.৭৫ কোটিতে দলে নিয়েছে পাঞ্জাব। শ্রেয়াসের রেকর্ডটি ১৫ মিনিটও টিকলো না। তাকে হটিয়ে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার এখন ঋষভ পন্ত। উইকেট কিপার এ ব্যাটারকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছে লক্ষণৌ সুপার জায়ান্টস।
এর আগে আর্শ্বদীপকে ১৮ কোটি রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব। ১০.৭৫ কোটিতে কাগিসো রাবাদার নতুন ঠিকানা গুজরাট টাইটান্স। ডেইলি ক্রিকেট
৭ মৌসুম ধরে রাজস্থান রয়্যালসে খেলা জস বাটলারকে ১৫.৫০ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে গুজরাট। গত মৌসুমের সেরা খেলোয়ার মিচেল স্টার্কের ঠিকানা বদলেছে। এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন তিনি।