শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্থ টেস্ট, ভারতের দেওয়া ৫৩৪ রান দেখে কাঁপছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: জায়সওয়াল ও বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। জবাবে খেলতে নেমে রীতিমতো কাঁপছে অস্ট্রেলিয়া। তারা ৪.২ ওভারে ১২ রান তুলতেই হারিয়েছে ফেলেছে ৩ উইকেট। পার্থ টেস্টের বাকি আরও দুইদিন। 

৭টি উইকেট তুলে নিতে পারলেই জয় তুলে নেবে ভারত। অস্ট্রেলিয়া এখনও পিছিয়ে আছে ৫২২ রানে। উসমান খাওয়াজা ৩ রান করে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। - ক্রিকফ্রেঞ্জি

ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৮৭ রান করে ইনিংস ঘোষণা করেছে। প্রথম ইনিংসে তারা এগিয়েছিল মাত্র ৪৬ রানে। পার্থে বিনা উইকেটে ১৭২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। ৯০ রানে অপরাজিত থেকে আগেই সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন জায়সাওয়াল।

তৃতীয় দিনে সেঞ্চুরি তুলে নিতে আর কোনো ভুল করেননি জায়সাওয়াল। সেঞ্চুরির পর দেড়শ তুলে নিয়েছেন ভারতীয় এই তরুণ ব্যাটার। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি থেমেছে ১৬১ রানে। ২৯৭ বল মোকাবিলায় ১৫ চারের সঙ্গে ৩ ছক্কা হাঁকান তিনি। 

উদ্বোধনী জুটিতে ভারতের হয়ে জায়সাওয়াল ও রাহুল যোগ করেন ২০১ রান। রাহুল আউট হয়েছেন ১৭৬ বলে ৫ চারে ৭৭ রান করে। আর তাতেই ভারতের ওপেনিং জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে দেবদূত পাডিকালকে নিয়ে আরও ৭৪ রান যোগ করেন জায়সাওয়াল।

এরপর আউট হওয়ার আগে বিরাট কোহলিকে নিয়ে ৩৮ রান যোগ করেন ভারতীয় এই ওপেনার। দ্রুত ঋষভ পান্ত ও ধ্রুব জুরেলের উইকেট হারায় ভারত। তবে একপ্রান্ত আগলে রেখে কোহলি টেস্টে তুলে নেন নিজের ৩০তম সেঞ্চুরি। তিনি অপরাজিত থাকেন ঠিক ১০০ রানে। 

১৪৩ বলের ইনিংসে কোহলি মারেন ৮ চার ও ২ ছক্কা। এ নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকে সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। এর মধ্যে দিয়ে শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন ভারতীয় এই ব্যাটার। অস্ট্রেলিয়ার মাটিতে টেন্ডুলকারের সেঞ্চুরি ছিল ৬টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়